মুসা ম্যানশনে অগ্নিকাণ্ড: গুদাম মালিকের জামিন

পুরান ঢাকার আরমানিটোলার হাজী মুসা ম্যানশনে অগ্নিকাণ্ডের মামলায় রাসায়নিকের গুদাম মালিক মোস্তাফিজুর রহমানকে জামিন দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 May 2021, 03:21 PM
Updated : 12 May 2021, 03:21 PM

তার আইনজীবী বুধবার ঢাকার মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারীর আদালতে জামিনের আবেদন করলে শুনানি শেষে বিচারক পাঁচ হাজার টাকা মুচলেকায় তা মঞ্জুর করেন।

ঢাকা মহানগর পুলিশের অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ-কমিশনার জাফর হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

এর আগে গত ৪ মে একই বিচারক মুসা ম্যানশনের মালিক মোস্তাক আহমেদ চিশতিকে জামিন দিয়েছিলেন।

মোস্তাফিজুর রহমান মেসার্স মঈন অ্যান্ড ব্রাদার্স নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। মুসা ম্যানশনের নিচতলায় তার রাসায়নিকের গুদাম ছিল।

গত ২৩ এপ্রিল ভোরে আরমানিটোলায় ছয়তলা ওই ভবনের নিচতলায় সেই রাসায়নিকের গুদামে আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়লে পাঁচজনের ‍মৃত্যু হয়।

ওই ঘটনায় মুসা ম্যানশনের মালিকসহ আটজনের নামে বংশাল থানায় মামলা করেন পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ আলী শিকদার।

পরে ২৬ এপ্রিল বগুড়ার নন্দীগ্রাম থেকে মোস্তাফিজুর রহমানকে এবং ঢাকার উত্তরা থেকে মোস্তাককে গ্রেপ্তার করে র‌্যাব। পরদিন আদালতে হাজির করা হলে দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে পাঠায় আদালত।

সেই রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করা হলে গত ১ মে তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন বিচারক।

আরও পড়ুন