টিকা আনতে চীনে গেল বিমানবাহিনীর উড়োজাহাজ

উপহার হিসেবে দেওয়া করোনারভাইরাসের পাঁচ লাখ ডোজ টিকা আনতে চীনে গেছে বাংলাদেশ  বিমানবাহিনীর একটি উড়োজোহাজ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 May 2021, 08:49 AM
Updated : 11 May 2021, 08:49 AM

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর একটি সি-১৩০ জে পরিবহন বিমান টিকা আনতে মঙ্গলবার সকালে চীনের উদ্দেশ্যে যাত্রা করে।

চীনের রাষ্ট্রদূত লি জিমিং আগের দিন ঢাকায় এক অনুষ্ঠানে বলেছিলেন, উপহার হিসেবে তার দেশের দেওয়া ওই পাঁচ লাখ ডোজ টিকা বুধবার বাংলাদেশে পৌঁছাবে।

চীনা কোম্পানি সিনোফার্মের তৈরি এই করোনাভাইরাসের টিকা ইতোমধ্যে জরুরি ব্যবহারের অনুমোদন পেয়েছে বাংলাদেশে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (ডব্লিউএইচও) এ টিকা ব্যবহারের সবুজ সংকেত দিয়েছে।

বাংলাদেশে চীন দূতাবাস সেমাবার তাদের ফেইসবুক পেইজে ওই টিকার বাক্সের ছবিও প্রকাশ করেছে।

ওই ফেইসবুক পোস্টে বলা হয়েছে, কোল্ড চেইন কন্টেইনার ট্রাকে করে সোমবারই ওই টিকার চালান বেইজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: