করোনাভাইরাস: বাংলাদেশ থেকে থাইল্যান্ডে প্রবেশে নিষেধাজ্ঞা

করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকার মধ্যে বাংলাদেশসহ আরও তিন দেশ থেকে ঢোকা নিষিদ্ধ করেছে থাইল্যান্ড।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 May 2021, 06:03 PM
Updated : 10 May 2021, 06:03 PM

বাংলাদেশের সঙ্গে নেপাল ও পাকিস্তানের জন্য এই নিষেধাজ্ঞার কথা সোমবার জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা থানি সাগ্রাত।

তাকে উদ্ধৃত করে ব্যাংকক পোস্ট জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই তিন দেশের থাই দূতাবাস দেশটির নাগরিক ছাড়া অন্যদের জন্য এন্ট্রি সার্টিফিকেট দেওয়া বন্ধ রাখবে।

ভারতে করোনাভাইরাস মহামারীতে বিপর্যয়কর পরিস্থিতির কারণে গত ১ মে থেকে থাইল্যান্ড ভারত থেকে ভ্রমণ বন্ধ করে দেয়।

সোমবার পাকিস্তান থেকে আসা এক থাই নারী ও তার সন্তানের করোনাভাইরাসের ভারতীয় ধরণ শনাক্ত হওয়ার পর দক্ষিণ এশিয়ার আরও তিন দেশ থেকে ঢোকা বন্ধের ঘোষণা দিল দেশটি।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য বলছে, প্রায় সাত কোটি জনসংখ্যার দেশ থাইল্যান্ডে সোমবার পর্যন্ত ৮৫ হাজার পাঁচ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মারা গেছেন ৪২১ জন।