নতুন জনপ্রশাসন সচিব আলী আজম

শিল্প মন্ত্রণালয়ের সচিব কে এম আলী আজমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে দায়িত্ব দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 May 2021, 09:06 AM
Updated : 9 May 2021, 09:06 AM

নতুন দায়িত্বে তিনি শেখ ইউসুফ হারুনের স্থলাভিষিক্ত হচ্ছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের দায়িত্ব চালিয়ে আসা শেখ ইউসুফ হারুন আগামী ১৫ মে অবসরত্তোর ছুটিতে যাচ্ছেন।

১৯৮৯ সালে সরকারি চাকরিতে যোগ দেওয়া কে এম আলী আজম শিল্প মন্ত্রণালয়ে আসার আগে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

নতুন শিল্প সচিবের দায়িত্ব পেয়েছেন জাকিয়া সুলতানা যিনি জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান (সচিব) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

আর অর্থ বিভাগের অতিরিক্ত সচিব সত্যজিৎ কর্মকারকে সচিব পদে পদোন্নতি দিয়ে জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার আলাদা প্রজ্ঞাপনে এসব বদলির আদেশ জারি করে।