ছুটি আর দূরপাল্লার বাস চালুর দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

ঈদে সাত দিন ছুটি এবং দূরপাল্লার বাস চলাচলের দাবিতে ঢাকার মিরপুর ১০ নম্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন একদল পোশাক শ্রমিক। 

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 May 2021, 08:53 AM
Updated : 8 May 2021, 08:53 AM

তাদের এই অবরোধের কারণে শনিবার বেলা ১২টা থেকে দেড় ঘণ্টা মিরপুর ১০ নম্বর মোড় হয়ে যানবাহন চলাচল বন্ধ থাকে। ফলে আশপাশের এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

মিরপুর মডেল থানার পরিদর্শক (অপারেশনস) মেজবাহ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাফরুল এলাকার কয়েকটি পোশাক কারখানার কর্মীরা মিলে সকাল ১০টার দিকে মিরপুর ১৪ নম্বর এলাকায় বিক্ষোভ শুরু করেন।
“পরে বেলা ১২টার দিকে তারা মিরপুর ১০ নম্বরে এসে অবস্থান নিলে রাস্তা আটকে যায়। সেখানে তারা ঈদে ৭ দিনের ছুটি এবং দূরপাল্লার বাস চলাচলের অনুমতি দাবি করে বিক্ষোভ করেন।”

এ অবস্থায় মিরপুর ১০ এলাকায় ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। পরে বিক্ষোভকারীরা সেখান থেকে সরে গেলে বেলা পৌনে ২টার দিকে আবার যান চলাচল শুরু হয় বলে এই পুলিশ কর্মকর্তা জানান।