ওয়ার্ডে ওয়ার্ডে ইফতার বিতরণে মেয়র আতিক

ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে পথশিশু, হতদরিদ্র, রিকশাচালক ও খেটে খাওয়া মানুষদের  ইফতার করাচ্ছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 May 2021, 06:21 PM
Updated : 7 May 2021, 06:21 PM

শুক্রবার উত্তরা এলাকায় ডিএনসিসির ৬, ৭, ১৫, ১৭, ১৯, ২০ ও ৩২ নম্বর এই ৭টি ওয়ার্ডে প্রায় তিন হাজার প্যাকেট ইফতার বিতরণ করেন তিনি।

প্রতিটি ওয়ার্ডে চারশ প্যাকেট করে মোট ২ হাজার ৮০০ প্যাকেট ইফতার সামগ্রী বিতরণ করা হয় বলে জানানো হয়েছে।

উত্তরার ৬ নম্বর কমিউনিটি সেন্টারের কাছে ইফতার বিতরণের সময় আতিকুল ইসলাম বলেন, শনিবার ৯টি ওয়ার্ডে বিতরণ করা হবে ৩ হাজার ৬০০ প্যাকেট।

তিনি বলেন, ঈদের আগ পর্যন্ত পর্যায়ক্রমে ডিএনসিসির সবগুলো ওয়ার্ডেই ইফতার সামগ্রী বিতরণ করা হবে।

“করোনা পরিস্থিতিতে খেটে খাওয়া মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ আমার পক্ষ থেকে একটি ক্ষুদ্র প্রয়াস,” বলেন ব্যবসায়ী আতিক।

তিনি জানান, করোনাভাইরাস মহামারীর সময় দুস্থ ও অসহায় মানুষদের খাদ্যসামগ্রী বিতরণের জন্য সাধারণ ও সংরক্ষিত আসনের ৭২ জন কাউন্সিলরের প্রত্যেককে এক লাখ টাকা এবং প্রতিটি ওয়ার্ডের ৫০০ জন অসহায়-হতদরিদ্র মানুষকে শাড়ি ও লুঙ্গি বিতরণের ১ লাখ ৭৫ হাজার করে দেওয়া হয়েছে।