অনুপ ভট্টাচার্যের অবদান মানুষ মনে রাখবে: প্রধানমন্ত্রী

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও সুরকার অনুপ ভট্টাচার্যের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 May 2021, 08:31 AM
Updated : 7 May 2021, 08:31 AM

এক শোক বার্তায় তিনি বলেছেন, “সংগীতে অনুপ ভট্টাচার্যের অবদান মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলাদেশ রবীন্দ্র সংগীত শিল্পী সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য অনুপ ভট্টাচার্যকে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার আজগর আলী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৭৭ বছর।

কয়েক বছর ধরেই ফুসফুসের জটিলতা, ডায়াবেটিস ও হৃদরোগে ভুগছিলেন একাত্তরের এই কণ্ঠযোদ্ধা।

১৯৬৩ সালের ১১ মার্চ রাজশাহী বেতারে রবীন্দ্রসংগীত পরিবেশনের মধ্য দিয়ে সংগীতে ক্যারিয়ার শুরু করেন অনুপ ভট্টাচার্য। ক্যারিয়ারের শুরুর দিকে নিয়মিত রবীন্দ্রসংগীত পরিবেশন করেছেন তিনি।

একাত্তরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যুক্ত হয়ে তিনি কলকাতার বিভিন্ন এলাকাতেও গান পরিবেশন করেন।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ‘তীর হারা এই ঢেউয়ের সাগর’ ‘রক্ত দিয়ে নাম লিখেছি’, ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’, ‘নোঙর তোলো তোলোসহ বেশকটি সমবেত গানে কণ্ঠ দেন অনুপ ভট্টাচার্য।

এছাড়া অনেক গানে সুরারোপ করেছেন এই শিল্পী। এর মধ্যে রফিকুল ইসলামের গাওয়া ‘বৈশাখী মেঘের কাছে’ ও মিতালী মুখার্জির কণ্ঠে ‘সুখ পাখি রে’ গান দুটি দারুণ জনপ্রিয়তা পায়।