ভারতে ১০ হাজার রেমডেসিভির ইনজেকশন পাঠাল বাংলাদেশ

করোনাভাইরাস মহামারীর ধাক্কায় বিপর্যস্ত ভারতে ১০ হাজার রেমডেসিভির ইনজেকশন উপহার পাঠিয়েছে বাংলাদেশ সরকার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 May 2021, 03:49 PM
Updated : 6 May 2021, 03:49 PM

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার পেট্রাপোল স্থলবন্দরে এলাকায় ভারত সরকারের প্রতিনিধির হাতে ইনজেকশনগুলো হস্তান্তর করেন কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার তৌফিক হাসান।

“বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের তৈরি এই রেমডেসিভির বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ভারতের জনগণের জন্য পাঠানো হয়েছে। যার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা,” বলা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

প্রতিবেশী দেশের সহযোগিতায় জন্য যেসব ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠানোর কথা, তার প্রথম চালান এটি।

এই মহামারীতে ভারত উপহার হিসেবে বাংলাদেশকে ৩২ লাখ ডোজ কোভিড-১৯ টিকা দিয়েছিল।