স্বাস্থ্যবিধি না মানায় ঢাকা উত্তরে পৌনে ১০ লাখ টাকা জরিমানা

করোনাভাইরাস সংক্রমণ রোধে চলমান লকডাউনের মধ্যে দোকানপাট ও শপিংমলে স্বাস্থ্যবিধি না মানায় এক দিনেই পৌনে ১০ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন কর্তৃপক্ষ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 May 2021, 06:24 PM
Updated : 5 May 2021, 06:24 PM

বুধবার সকাল থেকে ঢাকা উত্তর সিটির ১০টি অঞ্চলের বিভিন্ন মার্কেট ও বিপণি বিতানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এই জরিমানা করেন। 

এ সময় বিধিনিষেধ লঙ্ঘন, মাস্ক না পরা এবং স্বাস্থ্যবিধি না মানায় ৯০টি মামলা করা হয়। জরিমানা করা হয় ৯ লক্ষ ৭৫ হাজার ৪৬০ টাকা। এছাড়া তিনটি দোকান বন্ধ করে দেন ম্যাজিস্ট্রেটরা।

দুপুরের পর অভিযান তদারক করতে মাঠে নামেন ঢাকা উত্তর সিটির মেয়র মো. আতিকুল ইসলাম। গুলশান ও বনানী এলাকার বিভিন্ন দোকানপাট ও শপিংমলের পরিস্থিতি তিনি ঘুরে দেখেন।

মেয়র বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মানতে হবে।

“করোনাভাইরাস নিয়ন্ত্রণে সরকারি নিষেধাজ্ঞা ও লকডাউন বাস্তবায়নে এসব মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। আমরা জনগণকে এ ব্যাপারে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি। নিয়ম মানতে হবে, নইলে শাস্তি পেতে হবে।”