নিউ মার্কেটেও মাস্ক না পরায় ৬০৫০ টাকা জরিমানা

রাজধানীর নিউ মার্কেটে মাস্ক না পরায় দোকানি ও ক্রেতাদের ছয় হাজার ৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 May 2021, 11:25 AM
Updated : 4 May 2021, 12:53 PM

মঙ্গলবার দুপুরে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা তা যাচাইয়ে এই অভিযান পরিচালনা করে ঢাকা মহানগর পুলিশের ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জীব দাস জানান, নিউ মার্কেট এলাকায় ২১টি মামলা করা হয়েছে এবং ৬ হাজার ৫০ টাকা জরিমানা করা হয়েছে।

এদিন বসুন্ধরা শপিং মলেও অভিযান চালিয়ে স্বাস্থ্যবিধি না মানায় ১৭ জনকে সাড়ে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

নিউমার্কেটের ১ নম্বর গেটের সামনে দুপুর সোয়া ১২টায় মো. আব্দুল আলীম নামের এক ব্যক্তি মাস্ক ছাড়া মার্কেটে প্রবেশ করার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ১০০ টাকা জরিমানা করে।

জরিমানার পর আব্দুল আলীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "একটু আগে মাস্ক ছিল, বাতাসে উড়ে গেছে। এখন জরিমানা গুনতে হয়েছে।"

একই সময় সোহেল আহমেদ নামের আরেকজনকেও মাস্ক না থাকায় ১০০ টাকা জরিমানা করা হয়।

এ সময় সোহেল বলেন, "মাস্ক ময়লা হয়ে গেছিল, তাই এটা ফেলে আরেকটা কিনতে গিয়েছিলাম, এমন সময়ই ম্যাজিস্ট্রেট মাস্ক ছাড়া দেখেই জরিমানা করেছেন।"

পরে এক নম্বর গেট সংলগ্ন এশিয়ান জুয়েলার্স এর বিক্রেতা গোলাম মোস্তফাকে ৫০০ টাকা জরিমানা করেন আদালত।

এ সময় কেন মাস্ক পরেননি জানতে চাইলে তিনি ম্যাজিস্ট্রেটকে বলেন, "দোকানে লোকজন কম ছিল। তাই মাস্ক ছাড়া বসেছিলাম।"

একইভাবে মার্কেটের বিভিন্ন অংশে অভিযানের সময় ক্রেতা, দোকানের বিক্রয়কর্মীদের জরিমানা করা হয়।

একটি দোকানে ক্রেতা ও কর্মীর মুখে মাস্ক না থাকায় দোকানিকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকাল দেখা যায়, নিউমার্কেট এলাকায় অনেকেই স্বাস্থ্যবিধি মেনে চলাচল করছেন না। যারা মাস্ক পরে বের হয়েছেন, তাদের অনেকেরও মাস্ক থুতনির নিচে নামিয়ে রাখতে দেখা যায়।

এছাড়া ৩ ফুট সামাজিক দূরত্ব মেনে চলার প্রবণতাও কম দেখা গেছে।

ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জীব দাসের নেতৃত্বে অভিযানকালে জরিমানার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলতে উৎসাহিত করা হয়।

সঞ্জীব দাস বলেন, "অভিযানের মূল উদ্দেশ্য জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য উৎসাহিত করা। ব্যবসা-বাণিজ্য সবকিছুই চলবে, তবে স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম পরিচালনা করতে হবে সবাইকে।

“জনগণ যদি সচেতন না হয় তাহলে অভিযান পরিচালনা করে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারবো না। সেজন্য যারা স্বাস্থ্যবিধি মানছেন না তাদেরকে অর্থদণ্ড দিয়ে আমরা মেসেজ দিতে চাচ্ছি, স্বাস্থ্য বিধি না মেনে বাইরে আসলে জরিমানার সম্মুখীন হতে হবে।"

তিনি জানান, সক্ষমতা বিবেচনা করে সর্বোচ্চ এক হাজার থেকে সর্বনিম্ন ৩০ টাকা পর্যন্ত জরিমানা করা হচ্ছে।