আরমানিটোলায় অগ্নিকাণ্ড: দুই রাসায়নিক ব্যবসায়ী রিমান্ড শেষে কারাগারে

পুরান ঢাকার আরমানিটোলার হাজী মুসা ম্যানশনে অগ্নিকাণ্ডের মামলায় গ্রেপ্তার দুই রাসায়নিক ব্যবসায়ীকে তিন দিনের পুলিশ রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠিয়েছে আদালত।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 May 2021, 11:44 AM
Updated : 1 May 2021, 11:44 AM

দুই আসামির একজন ভবনটির নিচতলার ভাড়াটিয়া মোস্তাফিজুর রহমান (৪২), অন্যজন মোহাম্মদ মোস্তাক (৪৫)।

মামলার তদন্ত কমকর্তা পুলিশের বংশাল থানার পরিদর্শক (তদন্ত) মীর রেজাউল করিম শনিবার তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্য দিকে আসামিদের পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী তৌফিকুল ইসলাম।

শুনানি শেষে বিচারক রাজেশ চৌধুরী দুই আসামিকে কারাগারে পাঠিয়ে আগামী ৩ মে জামিন শুনানির দিন ঠিক করে দেন।

দুজনের মধ্যে মোস্তাফিজ মেসার্স মঈন অ্যান্ড ব্রাদার্সের এবং মোস্তফা মেসার্স আরএস এন্টারপ্রাইজের মালিক। মুসা ম্যানশনের নিচতলায় তাদের রাসায়নিকের গুদাম ছিল।

গত ২৩ এপ্রিল ভোরে আরমানিটোলায় ছয়তলা ওই ভবনের নিচতলায় রাসায়নিকের গুদামে আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়লে পাঁচজনের ‍মৃত্যু হয়েছে। এখনও বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ওই ঘটনায় মুসা ম্যানশনের মালিক মোস্তফা আহম্মেদসহ আটজনের নামে বংশাল থানায় মামলা করেন পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ আলী শিকদার। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়।

পরে ২৬ এপ্রিল বগুড়ার নন্দীগ্রাম থেকে মোস্তাফিজুর রহমানকে এবং রাজধানীর উত্তরা থেকে মোহাম্মদ মোস্তফাকে গ্রেপ্তার করে র‍্যাব। মুসা ম্যানশনে আগুনের মামলার দুই ও তিন নম্বর আসামি তারা।

গ্রেপ্তারের পরদিন আদালতে হাজির করা হলে দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে পাঠায় আদালত।

আরও পড়ুন