তুরাগ বালুরমাঠ বস্তিতে পুড়েছে দেড়শ ঘর

ঢাকার তুরাগে বালুরমাঠ বস্তিতে আগুন লেগে পুড়ে গেছে দেড় শতাধিক ঘর।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2021, 05:09 PM
Updated : 21 April 2021, 05:09 PM

উত্তরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ হানিফ জানান, বুধবার বেলা ১২টা ২০ মিনিটে রানাভোলা সংলগ্ন মোস্তফা মেম্বারের বস্তিতে আগুনের সূত্রপাত হয়।

“খবর পেয়ে আমাদের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নেভানের কাজ শুরু করে। দেড় ঘণ্টার চেষ্টায় বেলা দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।”

এ ঘটনায় কারও হতাহতের খবর পাওয়া যায়নি। কীভাবে সেখানে আগুনের সূত্রপাত হল, তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

তুরাগ থানার ওসি মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বস্তির অধিকাংশ ঘরই টিন এবং কাঠের। প্রায় দেড়শ ঘর পুড়েছে। আগুন আরও ছড়িয়ে পড়লে পাশের ভবনগুলোরও বিপদ হতে পারত।”