হেফাজত নেতা মুফতি শরিফউল্লাহ গ্রেপ্তার

শাপলা চত্বরের তাণ্ডবের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক মুফতি শরিফউল্লাহকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 April 2021, 05:07 PM
Updated : 13 April 2021, 05:07 PM

মঙ্গলবার সন্ধ্যায় যাত্রাবাড়ির মীরহাজিরবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (ওয়ারি) আজহার মুকুল জানান।

বিডিনিউজ টোয়েন্টফোর ডটকমকে তিনি বলেন, ২০১৩ সালের ৫ মে মতিঝিলে শাপলা চত্বরে হেফাজত যে তাণ্ডব চালিয়েছিল, তার প্রভাব যাত্রাবাড়িতেও গিয়ে পড়ে।

“হেফাজত নেতা-কর্মীরা শাপলা চত্বর ছেড়ে চলে যাওয়ার সময় যাত্রাবাড়িতে ভাঙচুর, গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। এই ঘটনায় যাত্রাবাড়ি থানায় পরের দিন বিশেষ ক্ষমতা আইনে একটি মামলাও হয়।

এই মামলার এজাহারভুক্ত অন্যতম আসামি হেফাজতের কেন্দ্রীয় কমিটির এই নেতা দীর্ঘদিন পলাতক ছিল জানিয়ে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে হাজিরবাগ এলাকার রাস্তা থেকে গ্রেপ্তার করা হয়।