প্রিন্স ফিলিপের মৃত্যু: বরিস জনসনের কাছে হাসিনার শোকবার্তা

প্রিন্স ফিলিপের মৃত্যুতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের কাছে শোকবার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 April 2021, 01:40 PM
Updated : 10 April 2021, 01:40 PM

প্রধানমন্ত্রীর প্রেস উইং শোকবার্তা পাঠানোর তথ্য নিশ্চিত করছে।

শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, ‘বাংলাদেশের জনগণ ও আমার পক্ষ থেকে ডিউক অব এডিনবরা ও রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গী প্রিন্স ফিলিপের প্রয়াণে গভীর সমবেদনা জানাচ্ছি।

“বাংলাদেশে তার সফর এবং এদেশের মানুষের জন্য তার মহানুভব সহযোগীতার কথা স্মরণ করছি, যা আমাদের দেশের অনেক মানুষের হৃদয় ছুঁয়ে গিয়েছিল। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক উদযাপনের ৫০ বছরের এ মুহূর্তে একই সাথে স্মরণ করছি, দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক মজবুত করতে তার উদ্যোগের কথা।”

বার্তায় শেখ হাসিনা বলেন, “শোকের এই মুহূর্তে যুক্তরাজ্যের বন্ধুভাবাপন্ন জনগণের সঙ্গে সংহতি রেখে আমরা তার আত্মার শান্তি কামনা করছি। রানি দ্বিতীয় এলিজাবেথ এবং রাজপরিবারের সদস্যরা যেন এই অপূরণীয় ক্ষতি সহ্য করতে পারেন এজন্য প্রার্থনা করছি।”

ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপের মৃত্যুতে যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের কাছেও শোকবার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।