আরও দুই দিনের রিমান্ডে মিশু

স্ত্রীকে হত্যার পর রাজধানীর হাতিরঝিলে প্রাইভেট কার দুর্ঘটনা হিসেবে সাজানোর মামলায় স্বামী সাকিব আলম মিশুকে জিজ্ঞাসাবাদে আরও দুই দিনের হেফাজত পেয়েছে পুলিশ।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 April 2021, 03:22 PM
Updated : 8 April 2021, 03:22 PM

বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম শাহিনূর রহমান মিশুকে দুই দিনের রিমান্ডে নিতে গুলশান থানা পুলিশের আবেদন অনুমোদন করেন।

স্ত্রী হাসনা হেনা ঝিলিককে হত্যার মামলায় তিন দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার মিশুকে আদালতে হাজির করা হয়।

আদালতে আবার ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই ফেরদৌস আলম সরকার।

ঢাকা মহানগর পুলিশের অপরাধ ,তথ্য ও প্রসিকিউশন  বিভাগ থেকে জানা যায়, আসামির পক্ষে রিমান্ড বাতিল চেয়ে জামিনে আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক তা নাকচ করেন। 

উভয়পক্ষের শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ডের আদেশ দেন।

গত ৪ এপ্রিল মিশুর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন অপর একজন হাকিম। ওইদিন ঝিলিকের শ্বশুর জাহাঙ্গীর আলম, শ্বাশুড়ি সাঈদা আলম, দেবর ফাহিম আলম ও টুকটুকিকেও কারাগারে পাঠানো হয়।

গত ৩ এপ্রিল হাসনা হেনা ঝিলিক (২৮) নামে এক গৃহবধূকে হত্যা করা হয়। পরে হাতিরঝিলে এনে দুর্ঘটনার নাটক সাজায় তার স্বামী মিশু। এ ঘটনায় ঝিলিকের মা তাহমিনা হোসেন আসমা গুলশান থানায় হত্যা মামলা করেন।