আনসার আল ইসলামের ২ সদস্য রিমান্ডে
আদালত প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Apr 2021 10:23 PM BdST Updated: 06 Apr 2021 10:23 PM BdST
-
ফাইল ছবি
আনসার আল ইসলামের দুই সদস্যকে জিজ্ঞাসাবাদে চার দিনের হেফাজত পেয়েছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।
মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম ধীমান চন্দ্র মন্ডল রিমান্ড মঞ্জুর করে এই আদেশ দেন।
পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট গত সোমবার সন্ধ্যায় পল্টনের সুরমা টাওয়ারের সামনে থেকে এ দুজনকে গ্রেপ্তার করে ।
রিমান্ডে নেওয়া আসামিরা হলেন, আরিফুল ইসলাম ওরফে জাহেদ ও বাকী বিল্লাহ ওরফে আবু সামির।
ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের রাষ্ট্র পক্ষের আইনজীবী আজাদ রহমান সাংবাদিকদের জানান, মামলার তদন্ত কর্মকর্তা সিটিটিসি ইউনিটের অ্যান্টি ইললিগ্যাল আর্মস টিমের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ সাইফুল ইসলাম আসামিদের আদালতে হাজির করেন। পল্টন থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের সাত দিন করে রিমান্ড চেয়ে আবেদন করা হয়।
কাঠগড়ায় দাঁড়ানো আসামিদের সঙ্গে রিমান্ডের বিষয়ে বিচারক কথা বলেন। তাদের বক্তব্য জানতে চান।
আবেদনে বলা হয়, আসামিরা নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন।
আরিফুল ইসলাম ২০১৪ সালে এই সংগঠনে যোগ দেন। বর্তমানে তিনি সংগঠনের উত্তরা এলাকার নেতা। বাকী বিল্লাহ এ সংগঠনের তথ্য প্রযুক্তি বিভাগের প্রধান বলে আবেদনে উল্লেখ করা হয়।
মামলার সুষ্ঠু তদন্তের পাশাপাশি পলাতক জঙ্গিদের গ্রেপ্তার, অর্থায়নের উৎস, নাম-ঠিকানা যাচাই, পলাতক জঙ্গিদের বিষয়ে তথ্য সংগ্রহে আসামিদের সাত দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
-
‘সীমিত পরিসরে’ চালু হল অভ্যন্তরীণ ফ্লাইট
-
দরিদ্রদের জন্য প্রধানমন্ত্রীর ১০ কোটি টাকা বরাদ্দ
-
খালেদার অবস্থা আগের চেয়ে ভালো
-
জামিলুর রেজা চৌধুরীর নামে বুয়েটে ভবন
-
চুয়েট, কুয়েট ও রুয়েটে সমন্বিত ভর্তির আবেদন শুরু শনিবার
-
তীব্র তাপপ্রবাহ আরও ‘কয়েকদিন’
-
মাঠ পর্যায়ে হিসাবরক্ষণ কার্যালয় খুলছে
-
ভোট না হওয়া পর্যন্ত ইউপির জনপ্রতিনিধিরা বহাল
সর্বাধিক পঠিত
- মিস ইউনিভার্স বাংলাদেশ মিথিলার স্বপ্নভঙ্গ
- তোফায়েল এখন বলছেন, হেফাজত প্রশ্নে তখনই শক্ত হওয়া দরকার ছিল
- সুপার লিগ থেকে সরে দাঁড়াল ইংল্যান্ডের সব দল
- ছাত্রদের উসকে দিয়ে ক্ষমতা দখলের চেষ্টায় ছিলেন মামুনুল: পুলিশ
- ষষ্ঠবার নির্বাচিত শাদের প্রেসিডেন্ট ‘যুদ্ধক্ষেত্রে’ নিহত
- কোভিড-১৯: আলমগীর হাসপাতালে
- চূড়ান্ত টেস্ট স্কোয়াডেও শরিফুল, নেই শুভাগত
- এবার মদ্রিচকেও হারাল রিয়াল
- অ্যাস্ট্রাজেনেকা’র কোভিড-১৯ ভ্যাকসিন: রক্ত জমাট বাঁধার সমস্যা ও লক্ষণ
- সুপার লিগকে বাধা না দিতে ফিফা-উয়েফাকে নির্দেশ