মহাখালীতে ২০০ শয্যার আইসিইউ শিগগিরই: স্বাস্থ্যমন্ত্রী
জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Apr 2021 07:07 PM BdST Updated: 06 Apr 2021 07:07 PM BdST
করোনাভাইরাসে আক্রান্ত সঙ্কটাপন্ন রোগীদের চিকিৎসায় রাজধানীর মহাখালীর ডিএনসিসি মার্কেটে ২০০ শয্যার একটি নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) চালু হচ্ছে। আগামী ৮-১০ দিনের মধ্যেই এখানে রোগী ভর্তি করা যাবে।
পাশাপাশি এখানে এক হাজার শয্যার আইসোলেশন সেন্টারে করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসা দেওয়া হবে।
মঙ্গলবার মহাখালীতে ডিএনসিসি আইসোলেশন সেন্টার পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এই কথা জানান।
তিনি বলেন, “আইসিইউর কাজ প্রায় সমাপ্ত।বেডগুলো বসানো হয়ে গেছে। সেখানে অক্সিজেনের ব্যবস্থা করা হচ্ছে। এখানে আমরা একটা বিরাট সাপোর্ট দিতে পারব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উনার নির্দেশনায় এগুলো হয়েছে।”
ভাইরাসের সংক্রমণ বাড়ার জন্য মানুষের বেখেয়ালি আচরণকে দায়ী করেন মন্ত্রী।
“বেখেয়ালি চললে কি পরিণতি হয় আপনারা তা দেখছেন। আজকে যে সংক্রমণ এত বেড়েছে তার জন্য স্বাস্থ্যবিধি মানেন নাই, তারা দায়ী। দেখা গেছে, টিকা নিয়েছেন এমন অনেকেও আক্রান্ত হয়েছেন। তারা মনে করেছেন টিকা নিয়ে নিরাপদ হয়ে গেছেন।”
“দেশে চলমান লকডাউনে যে ১৮টি নির্দেশনা সরকার দিয়েছে, সংক্রমণ কমাতে তা নির্দেশনা মেনে চলতে হবে।”
জাহিদ মালেক জানান, ট্কিার জন্য সরকার প্রতিনিয়ত তাগাদা দিচ্ছে, চলতি মাসেই আরও টিকা পাওয়া যাবে।
“টিকা কার্যক্রম চলমান আছে। সামনে সেকেন্ড ডোজ দেওয়া হবে। বেক্সিমকো আমাদের আশ্বস্ত করেছে এ মাসেই টিকা পাব। হয়ত দু-চার দিনের মধ্যেই। এজন্য আমরা তাদের প্রতিনিয়ত তাগাদা দিচ্ছি।
“আমরা দেশেও টিকা তৈরির চেষ্টা করছি। টিকা তৈরির যে প্রযুক্তি লাগে সেটা আনার চেষ্টা করছি। আলোচনা হচ্ছে অন্যান্য দেশ থেকেও আনার।”
এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এবিএম খুরশীদ আলমসহ অন্য কর্মকর্তারা মন্ত্রীর সঙ্গে ছিলেন।
-
‘সীমিত পরিসরে’ চালু হল অভ্যন্তরীণ ফ্লাইট
-
দরিদ্রদের জন্য প্রধানমন্ত্রীর ১০ কোটি টাকা বরাদ্দ
-
খালেদার অবস্থা আগের চেয়ে ভালো
-
জামিলুর রেজা চৌধুরীর নামে বুয়েটে ভবন
-
চুয়েট, কুয়েট ও রুয়েটে সমন্বিত ভর্তির আবেদন শুরু শনিবার
-
তীব্র তাপপ্রবাহ আরও ‘কয়েকদিন’
-
মাঠ পর্যায়ে হিসাবরক্ষণ কার্যালয় খুলছে
-
ভোট না হওয়া পর্যন্ত ইউপির জনপ্রতিনিধিরা বহাল
সর্বাধিক পঠিত
- মিস ইউনিভার্স বাংলাদেশ মিথিলার স্বপ্নভঙ্গ
- তোফায়েল এখন বলছেন, হেফাজত প্রশ্নে তখনই শক্ত হওয়া দরকার ছিল
- সুপার লিগ থেকে সরে দাঁড়াল ইংল্যান্ডের সব দল
- চূড়ান্ত টেস্ট স্কোয়াডেও শরিফুল, নেই শুভাগত
- ছাত্রদের উসকে দিয়ে ক্ষমতা দখলের চেষ্টায় ছিলেন মামুনুল: পুলিশ
- ষষ্ঠবার নির্বাচিত শাদের প্রেসিডেন্ট ‘যুদ্ধক্ষেত্রে’ নিহত
- কোভিড-১৯: আলমগীর হাসপাতালে
- এবার মদ্রিচকেও হারাল রিয়াল
- ছুটি পেয়ে ১০ মাস পর পরিবারের কাছে ওয়াকার
- সুপার লিগকে বাধা না দিতে ফিফা-উয়েফাকে নির্দেশ