যেমন গেল লকডাউনের প্রথম দিন

এক বছর আগে করোনাভাইরাস মহামারীর বিরুদ্ধে লড়াই শুরু হয়েছিল যে অস্থিরতা নিয়ে তার খুব একটা লক্ষণ মানুষের মধ্যে দেখা যায়নি এবার দ্বিতীয় দফা ‘লকডাউনের’ প্রথম দিনে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 April 2021, 06:32 PM
Updated : 5 April 2021, 06:32 PM

অনেকটা ঢিলেঢালাভাবেই কেটে গেছে সোমবার লকডাউন শুরুর দিন। তবে গণপরিবহন না থাকায় কর্মজীবী মানুষকে চরম ভোগান্তি পোহাতে হয়েছে।

সারাদেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল সারাদেশে লকডাউন ঘোষণা করেছে সরকার।

এক সপ্তাহের লকডাউনের প্রথম দিন সোমবার সুনসান চট্টগ্রাম রেল স্টেশন। ছবি: সুমন বাবু

লকডাউনের প্রথম দিন রাজধানীতে বিধিনিষেধ মানার ক্ষেত্রে দেখা গেছে গা-ছাড়া ভাব। তা মানাতেও খুব বেশি কড়াকড়ি দেখা যায়নি। যদিও কয়েকটি জায়গায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা করেছে ঢাকার দুই সিটি করপোরেশন।

সরকারি নির্দেশনা মেনে গণপরিবহন বন্ধ থাকলেও ব্যক্তিগত গাড়ি, অটোরিকশা ও রিকশা চলেছে অন্যান্য দিনের মতই। পাড়া-মহলার দোকানপাটও খুলেছে। কাঁচাবাজারে মানুষের ভিড়ও দেখা গেছে।

সীমিত পরিসরে সরকারি অফিস-আদালতের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান খোলা থাকায় গণপরিবহনের অভাবে বাধ্য হয়েই মানুষকে পায়ে হেঁটে কিংবা রিকশায় কর্মস্থলে যেতে হয়েছে।

এদিন সচল শিল্প-কারখানায় কাজ করতে যাওয়া শ্রমিকদের কর্মস্থলে ন্যূনতম স্বাস্থ্যবিধি মানতে হলেও নিম্ন আয়ের এসব মানুষকে পথের ভোগান্তিতে গলদঘর্ম হতে হয়েছে।

লকডাউন প্রত্যাহার ও সীমিত সময়ের জন্য ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে চট্টগ্রাম নিউ মার্কেট এলাকায় মালিক-শ্রমিকদের বিক্ষোভ। ছবি: সুমন বাবু

ক্ষোভ প্রকাশ করে শ্রমিক নেত্রী জলি তালুকদার বলেছেন, এতে সংক্রমণ কমবে কিনা তা নিয়ে তিনি সন্দিহান।

সোমবার ডিএসসিসি এবং ডিএনসিসির কর্মকর্তারা বিভিন্ন এলাকায় ঘুরে স্বাস্থ্যবিধি ও নিয়মকানুন মানার বিষয়টি তদারক করেছেন।

ডিএনসিসি জানিয়েছেন, স্বাস্থ্যবিধি না মানায় সোমবার কারওয়ানবাজার এলাকায় ৪৩ হাজার ৫০০ টাকা, মিরপুর এলাকায় ৩৭ হাজার ৫০০ টাকা, নিকুঞ্জে ১৫ হাজার টাকা, হাজী ক্যাম্প এলাকায় ১০ হাজার ৫০০ টাকা, উত্তরখান এলাকায় ৪ হাজার ৭০০ টাকা, ৩৯ নম্বর ওয়ার্ড এলাকায় ১২ হাজার ৫০০ টাকা, ইব্রাহিমপুরে ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অন্যদিকে ডিএসসিসির ১০টি অঞ্চলের প্রত্যেকটিতে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট লকডাউন তদারকির দায়িত্বে ছিলেন। স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা হয়েছে এই সিটি করপোরেশন এলাকায়ও।

রাজধানীর তেজগাঁওয়ের একটি পোশাক কারখানায় ঢোকার আগে কর্মীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে । ছবি: মাহমুদ জামান অভি

নিধিনিষেধ মেনে অধিকাংশ শপিং মল বন্ধ রাখা হলেও লকডাউন প্রত্যাহারের দাবিতে নিউ মার্কেট এলাকায় দ্বিতীয় দিনের মত বিক্ষোভ করছেন স্থানীয় ব্যবসায়ীরা। রাস্তা আটকে বিক্ষোভ করেছেন চট্টগ্রামের ব্যবসায়ীরাও।

এদিকে এক সপ্তাহ ‘লকডাউনের’ আরও বাড়বে কিনা তা জানা যাবে বৃহস্পতিবার। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, এক সপ্তাহের লকডাউন পরিস্থিতি মূল্যায়নের পর সিদ্ধান্ত হবে।

সপ্তাহব্যাপী লকডাউন শুরুর দিনই সারাদেশে সাত হাজার ৭৫ জনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে দেশে টানা দ্বিতীয় দিনের মত ২৪ ঘণ্টায় সাত হাজারের বেশি মানুষের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ল। সোমবার একদিনে দেশে সাত হাজার ৮৭ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে, যা ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীর সংখ্যায় এ যাবৎকালের রেকর্ড। করোনাভাইরাসে এ পর্যন্ত দেশে ৯ হাজার ৩১৮ জনের মৃত্যু হয়েছে।