৪২তম বিসিএসের প্রিলিমিনারিতে উত্তীর্ণ ৬০২২ জন

৪২তম (বিশেষ) বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ছয় হাজার ২২ জন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 March 2021, 12:16 PM
Updated : 29 March 2021, 12:16 PM

সোমবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ ফলাফল প্রকাশ করা হয়।

বিশেষ এ বিসিএসে কেবল চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।

২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষায় (এমসিকিউ) উত্তীর্ণদের ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা নিয়ে নিয়োগের জন্য চূড়ান্ত তালিকা তৈরি করা হবে।

স্বাস্থ্য ক্যাডারে দুই হাজার সহকারী সার্জন (চিকিৎসক) নিয়োগ দিতে গত বছর নভেম্বরে ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

দেশে করোনাভাইরাসের মহামারী শুরুর পর গত ২৬ ফেব্রুয়ারি এই পরীক্ষার মাধ্যমে প্রথম কোনো বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় বসেছিলেন সরকারি চাকরিপ্রত্যাশীরা।

এতে অংশগ্রহণের জন্য ৩১ হাজার ২৬ জন আবেদন করলেও পরীক্ষা দেন২৭ হাজার ৫৭৩ জন।