নারী দিবসের প্রথম প্রহরে মোমবাতি জ্বেলে শপথ
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Mar 2021 09:54 AM BdST Updated: 08 Mar 2021 09:54 AM BdST
আন্তর্জাতিক নারী দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি জ্বালিয়ে নারীর প্রতি সহিংসতা বন্ধের শপথ নিয়েছে 'আমরাই পারি' পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট।
করোনাভাইরাস মহামারীর মধ্যে সীমিত পরিসরে এবারের এই আয়োজনের মধ্য দিয়ে আমরাই পারি জোটের 'আঁধার ভাঙার শপথ' কর্মসূচির এক যুগ পূর্তি হল।
সোমবার প্রথম প্রহরে এ কর্মসূচিতে মোমবাতি জ্বালিয়ে শপথ নেওয়া হয়। নারীর প্রতি সহিংসতা বন্ধ ও নারীর জন্য প্রতিটি স্থান ও মুহূর্তকে নিরাপদ করার আন্দোলনকে বেগবান করার প্রত্যাশা জানানো হয়।
এ কর্মসূচির অংশ হিসেবে এক ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দিয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় মিটির সভাপতি মেহের আফরোজ চুমকি বলেন, “বাংলাদেশে স্বাস্থ্য খাতে প্রচুর সমস্যা থাকার পরেও নারীর নেতৃত্বে বাংলাদেশ দেখেছে কী করে করোনার অতিমারীকে প্রবল সাহসিকতা এবং দক্ষতার সাথে মোকাবেলা করা সম্ভব। তবুও নারীর প্রতি সহিংসতা কমছে না, যা অত্যন্ত দুঃখের বিষয়।"

আমরাই পারি জোটের চেয়ারপারসন সুলতানা কামাল বলেন, বাংলাদেশে নারীর ক্ষমতায়নে ‘অনেক অগ্রগতি’ ঘটেছে।
কিন্তু নারীর ক্ষমতায়ন এবং সমতায়নের মেলবন্ধন হবার পথে ‘প্রচুর ঘাটতি’ রয়েছে বলেও তিনি উদ্বেগ প্রকাশ করেন।
“বিভিন্ন প্রকার বৈষম্যমূলক আইনের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইন একটি, যা নারীর অধিকার এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনাটিকে বাড়িয়ে দেয়।"
'আমরাই পারি' জোটের নির্বাহী সমন্বয়কারী জিনাত আরা হকের সঞ্চালনায় জোটের জাতীয় কমিটির সদস্য ফওজিয়া খন্দকার ইভা, শিপা হাফিজা, এমবি আখতারসহ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধি এবং 'আমরাই পারি'র ৪৮টি জেলার জেলা জোটের আহ্বায়করা অনলাইন কর্মসূচিতে যুক্ত ছিলেন।
-
টিকাগ্রহীতাদের সংক্রমণের ‘তীব্রতা কম’: সিভাসুর গবেষণা
-
দেশে সর্বোচ্চ তাপমাত্রা যশোরে
-
‘সর্বাত্মক লকডাউনে’ মানুষ-গাড়ি চলছে দেদার
-
মামুনুল হক সাতদিনের রিমান্ডে
-
আরও এক সপ্তাহ ‘কঠোর লকডাউনের’ সুপারিশ
-
শিশু নির্যাতন: মাদ্রাসা অধ্যক্ষের জামিন মেলেনি হাইকোর্টে
-
৩৬ লাখ পরিবারকে আর্থিক সহায়তা দেবে সরকার
-
সমস্যা বুঝি, কিন্তু জীবন আগে: প্রধান বিচারপতি
সর্বাধিক পঠিত
- মামুনুলের রিসোর্টকাণ্ড: সোনারগাঁওয়ের ওসি রফিকুল চাকরিই হারালেন
- সুপার লিগে রিয়াল-বার্সাসহ ১২ ক্লাব, ফুটবল বিশ্বে ঝড়
- মামুনুলের ৩ বিয়ে, কাবিন একটির: পুলিশ
- লকডাউন বাড়ছে এক সপ্তাহ: প্রতিমন্ত্রী ফরহাদ
- কোভিড-১৯: দ্বিতীয় ঢেউ ঠেকাতে যে কারণে ব্যর্থ ভারত
- মামলার পর বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন নূর
- গ্রেপ্তার বন্ধের দাবি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে হেফাজত নেতারা
- কোভিডে আক্রান্ত ব্যাংককর্মীর ক্ষতিপূরণ নেই, মৃত্যুতে সর্বোচ্চ ৫০ লাখ টাকা
- চিকিৎসক-পুলিশ পাল্টাপাল্টি বিবৃতি
- ঈদের আগে লকডাউন শিথিলের ভাবনা রয়েছে: কাদের