মোড় ঘোরার প্রতিযোগিতায় দুই বাস, মাঝখানে চাপা নারী

রাজধানীর গুলিস্তানে মোড় ঘোরার সময় প্রতিযোগিতায় থাকা দুই বাসের মাঝখানে চাপা পড়ে প্রাণ গেছে এক নারীর। পারভীন বেগম (৪০) নামের এই নারীর মেয়েও দুর্ঘটনায় আহত হয়েছেন।  

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 March 2021, 12:45 PM
Updated : 7 March 2021, 12:45 PM

পুলিশ জানিয়েছে, রোববার দুপুরে গোলাপ শাহ মাজার সংলগ্ন রাস্তায় ‘এন মল্লিক’ ও ‘আরাম পরিবহন’ নামের দুইটি বাস ইউটার্ন নিতে পাল্লা দিচ্ছিল। সে সময় পারভীন ও তার মেয়ে মাঝখানে পড়ে যান।

স্থানীয়রা লোকজন উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পারভীনকে মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার ওসি মামুন অর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাস দুটি জব্দ করা হয়েছে। একজন চালককে আটক করা হয়েছে।

তবে তিনি কোন বাসের চালক তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ওসি মামুন।

নিহত পারভীন মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজদিয়া গ্রামের আব্দুল বাসেরের স্ত্রী। তাদের দুই মেয়ে রয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে ঢাকা মেডিকেলে আসা আব্দুল বাসের জানান, সোহরাওয়ার্দী হাসপাতালে মেয়ের চিকিৎসা করিয়ে বাসে করে গুলিস্তান নেমেছিলেন তার স্ত্রী।

“মুন্সিগঞ্জে ফেরার বাস ধরতে রাস্তা পার হওয়ার সময় দুই বাসের মাঝখানে পড়ে তারা। মেয়ে সামন্য আহত হয়েছে।”