উপসচিব হলেন ৩৩৭ কর্মকর্তা

জনপ্রশাসনে বড় পদোন্নতিতে একসঙ্গে ৩৩৭ জন কর্মকর্তাকে উপসচিব করেছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 March 2021, 08:34 AM
Updated : 7 March 2021, 08:34 AM

জ্যেষ্ঠ সহকারী সচিব পদমর্যাদার এই কর্মকর্তাদের উপসচিব হিসেবে পদোন্নতি দিয়ে রোববার দুটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

একটি প্রজ্ঞাপনে বিদেশে চাকুরিরত ১৫ জন কর্মকর্তা এবং অন্যটিতে ৩২২ জনকে উপসচিব পদে পদোন্নতি দেওয়ার কথা জানানো হয়েছে।

পদোন্নতি দিয়ে রেওয়াজ অনুযায়ী তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। আলাদা আদেশে পরে তাদের পদায়ন করা হবে।

পদোন্নতি পেয়ে উপসচিব হলেন যারা-০১

পদোন্নতি পেয়ে উপসচিব হলেন যারা-০২

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, এবার উপসচিব পদে ২৭তম ব্যাচের কর্মকর্তাদের বিবেচনায় আনা হয়েছে।

সংখ্যার দিক দিয়ে ২০২১ সালে প্রশাসনে এটাই বড় পদোন্নতি। উপ-সচিব পদে এর আগে বড় ধরনের পদোন্নতি হয়েছিল ২০১৮ সালে। সেবার একসঙ্গে ৩৯১ জন কর্মকর্তা উপ-সচিব হয়েছিলেন।

এবার প্রশাসন ক্যাডারের ২৫৮ জন কর্মকর্তা এ পদে পদোন্নতি পেয়েছেন। এছাড়া অন্যান্য ক্যাডার থেকে উপ-সচিব হয়েছেন ৭৯ জন।