খালের দুই পাশও দখলমুক্ত হবে: স্থানীয় সরকারমন্ত্রী
জ্যেষ্ঠ প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Mar 2021 08:58 PM BdST Updated: 03 Mar 2021 09:04 PM BdST
রাজধানীর খালগুলোর ময়লা আবর্জনা পরিষ্কারের পাশাপাশি খালের দুই পাশ দখল করে গড়ে তোলা সব ধরনের অবকাঠামো উচ্ছেদ করা হবে।
বুধবার পান্থকুঞ্জে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এসটিএস উদ্বোধন শেষে স্থানীয় সরকারমন্ত্রী সাংবাদিকদের বলেন, এ কাজে ঢাকার দুই মেয়র কাউন্সিলর, প্রশাসনসহ সর্বস্তরের মানুষকে যুক্ত করা হবে।
তাজুল বলেন, ওয়াসার কাছ থেকে সিটি করপোরেশনের কাছে খালগুলো হস্তান্তরের পর থেকেই দুই মেয়র খালগুলো পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করেছেন।
“শুধু তাই নয় যারা এসব খাল দখল করে দুই পাশে ভবন নির্মাণসহ অন্যান্য অবকাঠামো নির্মাণ করেছেন সেগুলো অপসারণ করছেন। খাল রক্ষণাবেক্ষণ ও সৌন্দর্য বর্ধনের জন্য এরইমধ্যে মন্ত্রণালয়ের নেতৃত্বে দুই মেয়রকে নিয়ে কর্মপন্থা নির্ধারণ করা হয়েছে।”
স্থানীয় সরকারমন্ত্রী দাবি করেন, ডেঙ্গু মশা নিধনে তার মন্ত্রণালয় থেকে দুই সিটি করপোরেশনকে সব ধরনের সহযোগিতা দেওয়ায় এই মশা ‘নিয়ন্ত্রণ’ করা সম্ভব হয়েছে। তবে এখন অ্যানোফিলিস ও কিউলেক্স মশা কিছুটা বৃদ্ধি পেয়েছে।
“এই মশাগুলো খুব বিপজ্জনক নয়। তাই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমরা সবাই মিলে এই সমস্যা থেকে নগরবাসীকে পরিত্রাণ দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি।”
মানুষের মধ্যে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি ঢাকা শহরের খাল-নালা পরিষ্কার-পরিচ্ছন্ন করতে পারলে এসব মশার অতিষ্ঠ থেকে নগরবাসী অনেকাংশে মুক্তি দেওয়া সম্ভব হবে বলে মন্তব্য করেন তিনি।
এর আগে, ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপসকে নিয়ে জিরানী খাল, খিলগাঁও-বাসাবো খাল, জিরানী খাল-মান্ডা খাল-সেগুনবাগিচা খালের সংযোগস্থল, টিটিপাড়া পাম্প স্টেশন, শ্যামপুর খাল এবং পান্থকুঞ্জ পার্ক বক্স কালভার্ট পরিদর্শন করেন।
এ সময় স্থানীয় সরকার বিভাগ ও ডিএসসিসির কর্মকর্ত এবং স্থানীয় নেতৃবৃন্দ মন্ত্রীর সঙ্গে ছিলেন।
-
খালেদার অবস্থা আগের চেয়ে ভালো
-
জামিলুর রেজা চৌধুরীর নামে বুয়েটে ভবন
-
চুয়েট, কুয়েট ও রুয়েটে সমন্বিত ভর্তির আবেদন শুরু শনিবার
-
তীব্র তাপপ্রবাহ আরও ‘কয়েকদিন’
-
মাঠ পর্যায়ে হিসাবরক্ষণ কার্যালয় খুলছে
-
ভোট না হওয়া পর্যন্ত ইউপির জনপ্রতিনিধিরা বহাল
-
কোভিড-১৯: কর কমিশনার আলী আসগরের মৃত্যু
-
রোগী বাড়ছে ডিএনসিসি হাসপাতালে
সর্বাধিক পঠিত
- মিস ইউনিভার্স বাংলাদেশ মিথিলার স্বপ্নভঙ্গ
- ছুটি পেয়ে ১০ মাস পর পরিবারের কাছে ওয়াকার
- তোফায়েল এখন বলছেন, হেফাজত প্রশ্নে তখনই শক্ত হওয়া দরকার ছিল
- চূড়ান্ত টেস্ট স্কোয়াডেও শরিফুল, নেই শুভাগত
- ষষ্ঠবার নির্বাচিত শাদের প্রেসিডেন্ট ‘যুদ্ধক্ষেত্রে’ নিহত
- মামুনুলের রিসোর্টকাণ্ড: সোনারগাঁওয়ের ওসি রফিকুল চাকরিই হারালেন
- ছাত্রদের উসকে দিয়ে ক্ষমতা দখলের চেষ্টায় ছিলেন মামুনুল: পুলিশ
- কোভিড-১৯: আলমগীর হাসপাতালে
- করোনাভাইরাস: চার দিন পর দৈনিক মৃত্যু একশর নিচে নামল
- সুপার লিগ থেকে সরে দাঁড়াল ইংল্যান্ডের সব দল