বান্দরবানে ম্রো সম্প্রদায়ের ভূমি দখলের প্রতিবাদ
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Mar 2021 05:38 PM BdST Updated: 02 Mar 2021 05:38 PM BdST
-
বান্দরবানের চিম্বুকের নাইতং পাহাড়ে পাঁচ তারকা হোটেল ও বিনোদনকেন্দ্র নির্মাণের নামে ম্রো সম্প্রদায়ের আবাসস্থল দখলের প্রতিবাদে মঙ্গলবার রাজধানীর শাহবাগে ‘চিম্বুক পাহাড় ম্রো ভূমি রক্ষা আন্দোলনের’ মানববন্ধন।
-
বান্দরবানের চিম্বুকের নাইতং পাহাড়ে পাঁচ তারকা হোটেল ও বিনোদনকেন্দ্র নির্মাণের নামে ম্রো সম্প্রদায়ের আবাসস্থল দখলের প্রতিবাদে মঙ্গলবার রাজধানীর শাহবাগে ‘চিম্বুক পাহাড় ম্রো ভূমি রক্ষা আন্দোলনের’ মানববন্ধন।
বান্দরবানের চিম্বুকের নাইতং পাহাড়ে ম্রো সম্প্রদায়ের ভূমি দখল করে পাঁচ তারকা হোটেল ও বিনোদনকেন্দ্র নির্মাণের প্রতিবাদে শাহবাগে সমাবেশ হয়েছে।
মঙ্গলবার জাতীয় জাদুঘরের সামনে ‘চিম্বুক পাহাড় ম্রো ভূমি রক্ষা আন্দোলনে’র ব্যানারে ক্ষুদ্র জাতিসত্তার বিভিন্ন সংগঠন ও ম্রো জনগোষ্ঠীর জনগণ যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে।
সমাবেশে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও আদিবাসী বিষয়ক সংসদীয় ককাসের আহ্বায়ক ফজলে হোসেন বাদশা বলেন, “এই দেশ কোনো বিজনেস বা করপোরেট গ্রুপের লুটপাটের লীলাভূমি নয়। বান্দরবানের চিম্বুক পাহাড়ে সিকদার গ্রুপের মতো একটি দুর্বৃত্ত ব্যবসায়িক গ্রুপকে হোটেল নির্মাণের অনুমতি দেওয়া হয়েছে। এই দুর্বৃত্ত ব্যক্তিরা আজকে রাষ্ট্রের মালিক বনে গেছেন।
“পাকিস্তানের যে ২২ পরিবার বাংলাদেশ লুট করেছিল, তাদের আমরা রাজাকার বলেছিলাম। আজকে নতুন রাজাকারদের হাতে আমরা দেশকে ছেড়ে দিতে চাই, যারা অর্থনৈতিকভাবে বাংলাদেশকে লুট করতে চায়। সংসদ থেকে যদি এক, পাঁচ বা ১০ জনও হয়, তারা ক্ষুদ্র জাতিসত্তার মানুষদের সঙ্গে আছেন। সংসদ সিদ্ধান্ত নিতে না পারলে তারা রাজপথে নামবেন। বাংলাদেশ কারও জমিদারি হয়ে যায়নি।”

বান্দরবানের চিম্বুকের নাইতং পাহাড়ে পাঁচ তারকা হোটেল ও বিনোদনকেন্দ্র নির্মাণের নামে ম্রো সম্প্রদায়ের আবাসস্থল দখলের প্রতিবাদে মঙ্গলবার রাজধানীর শাহবাগে ‘চিম্বুক পাহাড় ম্রো ভূমি রক্ষা আন্দোলনের’ মানববন্ধন।
মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, “উন্নয়নের নামে মানুষকে উচ্ছেদ করে এতগুলো মানুষের জীবন বিপন্ন করা কোনো গণতান্ত্রিক জনদরদি সরকার মেনে নিতে পারে না। স্বাধীনতার ৫০ বছর পূর্তির প্রাক্কালে দেশে নাগরিকেরা উচ্ছেদ হবেন, এটি কোনোভাবেই হতে পারে না।”
সমাবেশে সভাপত্বি করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান। বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রংয়ের সঞ্চালনায় সমাবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক রেহনুমা আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রোবায়েত ফেরদৌস ও জোবাইদা নাসরীন, নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশীদ, সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরূপা দেওয়ান, নারীমুক্তি কেন্দ্রের ঢাকা মহানগর শাখার সভাপতি সীমা দত্ত বক্তব্য দেন।
সমাবেশ শেষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচি দিয়ে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি টিএসসি ঘুরে ফের শাহবাগে গিয়ে শেষ হয়।
-
লকডাউন: মৃত্যুময় সপ্তাহে কমেছে শনাক্তের হার
-
স্বাস্থ্যের নরম সুর, চাইল পুলিশের সহায়তা
-
খরতাপের পর হালকা বৃষ্টিতে স্বস্তি
-
মেট্রোরেলের প্রথম কোচ এলো ঢাকায়
-
বীর মুক্তিযোদ্ধার দাফনে রাষ্ট্রীয় মর্যাদায় ‘অবহেলার’ অভিযোগ
-
তুরাগ বালুরমাঠ বস্তিতে পুড়েছে দেড়শ ঘর
-
জরুরি এনআইডি সেবা সচল থাকবে
-
সিমাগো র্যাঙ্কিং: শীর্ষ পাঁচশতে নেই বাংলাদেশের বিশ্ববিদ্যালয়
সর্বাধিক পঠিত
- অ্যাস্ট্রাজেনেকা’র কোভিড-১৯ ভ্যাকসিন: রক্ত জমাট বাঁধার সমস্যা ও লক্ষণ
- ‘অর্থ সহযোগিতা’ চায় হাটহাজারী মাদ্রাসা
- কলকাতার একাদশে জায়গা হারালেন সাকিব
- মিস ইউনিভার্স বাংলাদেশ মিথিলার স্বপ্নভঙ্গ
- শান্তর সেঞ্চুরিতে স্বস্তির সুবাতাস
- শান্ত-তামিম-মুমিনুলের ব্যাটে স্বপ্নময় দিন
- তোফায়েল এখন বলছেন, হেফাজত প্রশ্নে তখনই শক্ত হওয়া দরকার ছিল
- সুপার লিগ থেকে সরে দাঁড়াল ইংল্যান্ডের সব দল
- টি-টোয়েন্টির চূড়া থেকে এক ধাপ দূরে বাবর
- তামিমের ব্যাটিং ঝলকে বাংলাদেশের দারুণ সেশন