আত্মসমর্পণ করে জামিন নিলেন জাপা এমপি শরিফুল

অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন জাতীয় পার্টি থেকে নির্বাচিত বগুড়া-২ আসনের সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 March 2021, 04:38 PM
Updated : 1 March 2021, 04:38 PM

সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ।

সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রবিউল আলমের আদালতে আইনজীবীর মাধ্যমে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।

আদালত ২০ হাজার টাকা মুচলেকায় মামলাটিতে অভিযোগপত্র দাখিল পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।

এই মামলায় শরিফুল উচ্চ আদালত থেকে তিন সপ্তাহের জামিন নিয়েছিলেন। তার মেয়াদ শেষ হতে যাওয়ায় বিচারিক আদালতে আত্মসমর্পণ করেন তিনি।

এমপি জিন্নাহর বিরুদ্ধে গত ২ ফেব্রুয়ারি দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলাটি করেন সংস্থাটির প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম।

মামলায় তার বিরুদ্ধে ৮৯ লাখ ২৭ হাজার ৫৫৮ টাকার সম্পদের তথ্য গোপন এবং ১ কোটি ৫৯ লাখ ৪৬ হাজার ৭৭০ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।