তারেক রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Mar 2021 09:09 PM BdST Updated: 01 Mar 2021 09:33 PM BdST
-
তারেক রহমান, ফাইল ছবি
আদালতের সাজা মাথায় নিয়ে লন্ডনে পালিয়ে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়েছে ঢাকার শাহবাগ থানায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম গত ২৫ ফেব্রুয়ারি রাতে মামলাটি দায়ের করেন।
শাহবাগ থানার ওসি মোহাম্মদ মামুন অর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাইবার ক্রাইম ইউনিট এ মামলা তদন্তের দায়িত্ব নিয়েছে।”
তারেক রহমান লন্ডনে বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক কর্মীসভায় জাতির জনককে নিয়ে ‘বিভ্রান্তিকর, অসত্য, মনগড়া তথ্য প্রচার করে ইতিহাস বিকৃত করার চেষ্টা’ করেছেন বলে অভিযোগ করা হয়েছে মামলায়।
শহীদুল্লাহ হল শাখা ছাত্রলীগের উপ-ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম বলেন, “নিজ দায়িত্ববোধ থেকেই এই মামলাটি করেছি। আমার কাজ আমি করেছি, পরবর্তী যার দায়িত্ব, তারা বিষয়টি দেখবেন।”
মামলার এজাহারে বলা হয়, তারেক রহমান বাংলাদেশে ‘অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার উদ্দেশ্যে মনগড়া মিথ্যা তথ্য’ দিচ্ছেন।
‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে গুজবসৃষ্টিকারী তারেক রহমান ও তার সহায়তাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার’ আর্জি জানানো হয়েছে এজাহারে।
সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে গ্রেপ্তার হওয়ার এক বছর বাদে সরকারের নির্বাহী আদেশে মুক্তি নিয়ে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গিয়েছিলেন খালেদা জিয়ার ছেলে তারেক। তারপর থেকে স্ত্রী-মেয়েকে নিয়ে সেখানেই থাকছেন তিনি।
এর মধ্যে অর্থ পাচারের এক মামলায় সাত বছর, জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছর, একুশে অগাস্টের গ্রেনেড মামলায় যাবজ্জীবন কারাদণ্ড এবং বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির অভিযোগে এক মামলায় দুই বছরের কারাদণ্ড হয়েছে তার।
দণ্ড নিয়ে পলাতক তারেককে ফেরাতে বিভিন্ন সময়ে উদ্যোগ নেওয়ার কথা বলেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা, তবে তাতে এখনও সফল হয়নি।
বাংলাদেশে সংবাদমাধ্যমে পলাতক তারেকের বক্তব্য-বিবৃতি প্রচারের ওপর হাই কোর্টের নিষেধাজ্ঞা আছে।
-
দেশে সর্বোচ্চ তাপমাত্রা যশোরে
-
‘সর্বাত্মক লকডাউনে’ মানুষ-গাড়ি চলছে দেদার
-
মামুনুল হক সাতদিনের রিমান্ডে
-
আরও এক সপ্তাহ ‘কঠোর লকডাউনের’ সুপারিশ
-
শিশু নির্যাতন: মাদ্রাসা অধ্যক্ষের জামিন মেলেনি হাইকোর্টে
-
৩৬ লাখ পরিবারকে আর্থিক সহায়তা দেবে সরকার
-
সমস্যা বুঝি, কিন্তু জীবন আগে: প্রধান বিচারপতি
-
জামিনে থাকা যাবে আরো ২ সপ্তাহ
সর্বাধিক পঠিত
- মামুনুলের রিসোর্টকাণ্ড: সোনারগাঁওয়ের ওসি রফিকুল চাকরিই হারালেন
- সুপার লিগে রিয়াল-বার্সাসহ ১২ ক্লাব, ফুটবল বিশ্বে ঝড়
- লকডাউন বাড়ছে এক সপ্তাহ: প্রতিমন্ত্রী ফরহাদ
- মামুনুলের ৩ বিয়ে, কাবিন একটির: পুলিশ
- মামলার পর বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন নূর
- কোভিড-১৯: দ্বিতীয় ঢেউ ঠেকাতে যে কারণে ব্যর্থ ভারত
- আরও এক সপ্তাহ ‘কঠোর লকডাউনের’ সুপারিশ জাতীয় কমিটির
- গ্রেপ্তার বন্ধের দাবি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে হেফাজত নেতারা
- রিয়ালের শিরোপা স্বপ্নে গেতাফের জোর ধাক্কা
- ঈদের আগে লকডাউন শিথিলের ভাবনা রয়েছে: কাদের