আজিমপুরে সমাহিত মুশতাক

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাগারে থাকা অবস্থায় মারা যাওয়া লেখক মুশতাক আহমেদকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Feb 2021, 06:22 PM
Updated : 26 Feb 2021, 07:05 PM

তার চাচাতো ভাই মফিজুল ইসলাম জানান, শুক্রবার রাত পৌনে ১০টার দিকে পরিবারের সদস্য ও বন্ধু-বান্ধবদের উপস্থিতিতে মুশতাককে দাফন করা হয়।

তার আগে বাদ এশা লালমাটিয়ার সি ব্লকের মিনার মসজিদে মুশতাকের জানাজা হয়। জানাজার আগে তার বাবা আব্দুর রাজ্জাক ছেলের আত্মার জন্য সবার কাছে দোয়া চান।

বাংলাদেশে কুমির চাষের অন্যতম উদ্যোক্তা মুশতাকের হাত দিয়েই কুমির রপ্তানি শুরু হয়। এ বিষয়ে একটি বইও লিখেছেন তিনি।

মুশতাক অনলাইনে লেখালেখিতে বেশ সক্রিয় ছিলেন। সেটি কেন্দ্র করেই তিনি ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় পড়েন।

করোনাভাইরাস সঙ্কটের মধ্যে গত বছরের ৬ মে মুশতাককে তার লালমাটিয়ার বাসা থেকে গ্রেপ্তার করার পর ওই আইনে তার বিরুদ্ধে মামলা করে র‌্যাব। পরে তার বিরুদ্ধে অভিযোগপত্রও দেওয়া হয়।

বৃহস্পতিবার রাতে গাজীপুরের কাশিমপুরের হাই সিকিউরিটি কারাগারে মৃত্যু হয় ৫৩ বছর বয়সী মুশতাকের। গত নয় মাসে বেশ কয়েকবার তার জামিন আবেদন নাকচ হয়ে যায়।

শুক্রবার সুরতহাল ও ময়নাতদন্ত শেষে মুশতাকের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তার মৃত্যুর ঘটনায় গাজীপুর সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে কারা কর্তৃপক্ষ।