ক্রিকেটার নাসির ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা তদন্ত করবে পিবিআই
আদালত প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Feb 2021 04:33 PM BdST Updated: 30 Sep 2021 12:52 PM BdST
ক্রিকেটার নাসির হোসেন ও তার সদ্য বিবাহিত স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে যে মামলার আবেদন তামিমার ‘আগের স্বামী’ মো. রাকিব হাসান করেছেন, তা গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।
Related Stories
রাকিবের জবানবন্দি শুনে ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ জসীম বুধবার বিকালে এই আদেশ দেন। রাকিবের পক্ষে আইনজীবী হিসেবে ছিলেন ইসরাত হাসান।
এ আদালতের পেশকার হেলাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগের বিয়ে চলমান থাকা অবস্থায় অন্যত্র বিয়ে, অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়ায় মানহানি এবং ব্যাভিচারের অভিযোগ করা হয়েছে মামলায়। মামলাটি তদন্ত করে আদালত ৩০ মার্চের মধ্যে প্রতিবেদন দিতে বলেছে।”
মামলার আর্জিতে তামিমার বয়স ২৯ এবং রাকিবের বয়স ৩২ বছর লেখা হয়েছে। আর ক্রিকেটার নাসিরের বয়স ৩০ বছর।
রাকিবের অভিযোগ, তাকে ডিভোর্স না দিয়েই ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করেছেন তামিমা। এ বিষয়ে উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) তিনি করেছিলেন।
আদালতে দেওয়া আর্জিতে বলা হয়, তামিমার সঙ্গে রাকিবের বিয়ে হয় ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি। তাদের ৮ বছরের একটি মেয়েও রয়েছে।
তামিমা পেশায় একজন কেবিন ক্রু, একটি বিদেশি এয়ারলাইন্সে তিনি কাজ করেন। পেশাগত দায়িত্বের অংশ হিসেবে গতবছর মার্চে সৌদি আরবে গিয়ে তিনি লকডাউনে আটকা পড়েন। তবে ফোন ও সোশাল মিডিয়ার মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ ছিল বলে রাকিবের ভাষ্য।
তিনি বলছেন, চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি তামিমা ও নাসিরের বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সেখান থেকেই বিষয়টি তিনি জানতে পারেন।
রাকিবের অভিযোগ, আগের বৈবাহিক সম্পর্ক চলমান থাকা অবস্থায় তামিমা নতুন বিয়ে করেছেন, যা ‘অবৈধ’।
মামলার আর্জিতে দণ্ডবিধির ৪৯৪ ও ৪৯৭ ধারায় অভিযোগ আনা হয়েছে নাসির ও তামিমার বিরুদ্ধে, যাতে অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ সাত বছরের করাদণ্ড ও অর্থদণ্ডের সুযোগ রয়েছে।
মামলার আবেদনের বিষয়ে এ বিষয়ে নাসির বা তামিমার বক্তব্য জানা যায়নি।
-
হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
-
শিক্ষক উৎপলকে হত্যার ‘স্বীকারোক্তি’ জিতুর
-
অগাস্টের পর গুলশান-বনানীর পয়ঃবর্জ্য ড্রেনে নয়: মেয়র
-
বাল্যবিয়ে প্রতিরোধ: সিলভার লায়ন জিতেছে গ্রে
-
ধর্ম শিক্ষা ছিল, আছে, থাকবে: দীপু মনি
-
নির্ভয়ে পাঠদানের পরিবেশ নিশ্চিত করার আহ্বান ইউনিসেফের
-
বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
-
ঈদে বায়তুল মোকাররমে ৫ জামাত, শুরু সকাল ৭টায়
সর্বাধিক পঠিত
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন আর নয়
- শাস্তি পেল বাংলাদেশ দল
- পিএসজির নতুন কোচ গালতিয়ে
- ফিরে আসা লোড শেডিংয়ে নাজেহাল নগর জীবন
- প্রতারকের খপ্পরে পড়ে হজে যাওয়া হচ্ছে না ৩০০ জনের
- মোবাইল থেকে ব্যাংকে টাকা পাঠানোর সীমা নির্ধারণ
- ইংল্যান্ডের চেয়ে সাহসী কেউ নয়, দাবি স্টোকসের