ঢাকায় বাসে যাত্রী সেবার মান বাড়াতে ভাড়া বাড়ানোর প্রস্তাব
নিজস্ব প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Feb 2021 05:33 PM BdST Updated: 23 Feb 2021 05:33 PM BdST
যাত্রীদের সেবার মান বাড়াতে ঢাকা শহরে বাসের নতুন রুটে ভাড়া প্রতি কিলোমিটারে ৫০ পয়সা বাড়ানোর প্রস্তাব গেছে সড়ক পরিবহন মন্ত্রণালয়ে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস মঙ্গলবার নগর ভবনে রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরানো এবং যানজট নিরসনে গঠিত বাস রুট র্যাশনালাইজেশন কমিটির ষোড়শ সভা শেষে সাংবাদিকদেরকে একথা জানান।
ঢাকার বিশৃঙ্খল বাস চলাচলকে নিয়মে আনতে রুট কমিয়ে আনাসহ নানা উদ্যোগ নিচ্ছে এই কমিটি। এর অংশ হিসেবে পাইলট প্রকল্পের আওতায় কেরানীগঞ্জের ঘাটারচর থেকে নারায়ণগঞ্জের কাচপুর পর্যন্ত নতুন রুটে বাস চলাচল শুরু হচ্ছে।
ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত বাসে ভাড়ার বিষয়ে মেয়র তাপস বলেন, “বিষয়টি বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) ওপর অর্পিত ছিল এবং তারা সেটা সম্পন্ন করেছে। বিআরটিএ এরই মাঝে প্রস্তাবিত রুটের ভাড়া নির্ধারণ কার্যক্রম সম্পন্ন করে তা মন্ত্রণালয়ে প্রেরণ করেছে।
ভাড়া কত নির্ধারণ করা হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, “প্রতি কিলোমিটার ২ টাকা ২০ পয়সা হারে ভাড়া নির্ধারণ করা হয়েছে। এখন এতে মন্ত্রণালয়ের সম্মতি লাগবে, অনুমোদন লাগবে। আশা করছি, যেহেতু বিআরটিএ কার্যক্রম সম্পন্ন করেছে মন্ত্রণালয়ও এটা নির্ধারণ করে দেবে।"
ঢাকা শহরে বাস ভাড়া কিলোমিটারে এখন ১ টাকা ৭০ পয়সা। নতুন রুটে সেটা ৫০ পয়সা বাড়ছে।
ঘাটারচর থেকে কাঁচপুর রুটে ১ এপ্রিল থেকে বাস চালুর ঘোষণায় কোনো পরিবর্তন আসবে কি না- এই প্রশ্নে তাপস বলেন, “আমরা আশাবাদী, ১ এপ্রিল থেকে শুরু করতে পারব।
“বাসগুলো মেরামত করতে হবে। আমরা প্রক্রিয়াগত কাজগুলো আশা করছি সম্পন্ন করতে পারব। এরই মাঝে বাংলাদেশ ব্যাংকের কাছে সহজ সুদে ১০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছি। যেগুলো বাস মালিকদের দেওয়া হবে, যাতে তারা এই কার্যক্রম করতে পারে। এরই মাঝে চিঠি দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর মৌখিকভাবে সম্মতি দিয়েছেন।”
তিনি বলেন, বাস মেরামতের কাজটি বাস মালিকদের উপর এবং অর্থ পাওয়ার বিষয়টি বাংলাদেশ ব্যাংকের উপর নির্ভর করলেও এপ্রিলে এই রুটে বাস চালানোর জন্য তিনি আশাবাদী।
তাপস বলেন, “এই রুটে যেসব জায়গায় বাস-বে হবে, যাত্রী ছাউনি হবে, সেই জায়গাগুলো নির্ধারণ করতে আমরা সক্ষম হয়েছি। যেসব জায়গায় বাস-বে এর জায়গা নির্ধারণ হয়েছে, আগামী এক মাসের মধ্যেই দরপত্র কার্যক্রম সম্পন্ন করে নির্মাণ কাজ শেষ করার দিকে এগিয়ে যাব।"
ঘাটারচরে বাস রাখার স্থান নির্ধারণ প্রসঙ্গে তিনি বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং অন্যান্য কর্তৃপক্ষ সমন্বয় করে দুটি প্রস্তাব তৈরি করেছে। সে দুটো পর্যালোচনা করে অস্থায়ীভাবে বাস রাখার জায়গা স্থাপনের কাজ শুরু হবে।
তাপস বলেন, “আমরা আশাবাদী যে, আমরা এই গতিতে যদি আগাতে পারি, তবে এ বছরের মধ্যেই পাইলটিংটা শেষ করতে পারব। এই পাইলটিংটা শেষ করার মাধ্যমে প্রথম ধাপটা এগিয়ে গেলেই বাকি রুটগুলো আমরা এই রুটের সাথে সন্নিবেশ করতে পারব বলে আশাবাদী।
“যাত্রাপথ আমাদের মসৃণ না। যাত্রাপথ অনেক সংকীর্ণ, অনেক সমস্যা রয়েছে। তবে আমরা ধীরে ধীরে আমাদের যাত্রা পথে এগিয়ে চলেছি।”
সভায় ঢাকা মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম, বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার, বিআরটিসি চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমান, সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
-
মহামারী: জয় বাংলা কনসার্ট এবার হচ্ছে না
-
মাদক মামলা থেকেও ইরফান সেলিমকে অব্যাহতি
-
দুদকের মুখোমুখি আমীর খসরু
-
কারাগারে মুশতাকের মৃত্যুর খবর জানানো হল আদালতকে
-
নরসিংদী পৌরসভার ৬ কেন্দ্রে ফের ভোট নিতে হাই কোর্টের নির্দেশ
-
কদমতলীতে ‘গলায় ফাঁস লেগে’ শিশুর মৃত্যু
-
‘দুয়েকজনের পদস্খলনেও বিচার ব্যবস্থা ভেঙে পড়তে পারে’
-
অভিজিৎ হত্যায় পাঁচ আসামির ‘ডেথ রেফারেন্স’ হাই কোর্টে
সর্বাধিক পঠিত
- ফেইসবুকে ‘সেক্স টয়’ বিক্রি, গ্রেপ্তার ৬
- সেভিয়া ম্যাচের আগে বড় ধাক্কা খেল বার্সা
- ৩য়-৪র্থ শ্রেণির নিয়োগ পিএসসিকে নেওয়ার উদ্যোগ নিতে বললেন রাষ্ট্রপতি
- এশিয়া কাপ পেছানোর ভাবনা
- সুইস ব্যাংকে কার কত টাকা, জানতে চায় হাই কোর্ট
- টেস্টে ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে রোহিত
- নিউ জিল্যান্ডে যেমন কাটছে মিরাজদের সময়
- জাতীয় দলের জন্য ‘প্রস্তুত নন’ নারাইন
- পাহাড়ে সেনাবাহিনীর ছেড়ে যাওয়া ক্যাম্পে পুলিশ মোতায়েন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
- মিয়ানমারে বিক্ষোভ দমাতে গুলি, নিহত অন্তত ১৮