১৭৫ কোটি টাকা পাচার: আল মুসলিম গ্রুপের বিরুদ্ধে অনুসন্ধান শুরু

আমদানি-রপ্তানির আড়ালে ১৭৫ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান আল মুসলিম গ্রুপের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Feb 2021, 10:24 AM
Updated : 22 Feb 2021, 10:24 AM

সোমবার রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ের সামনে কমিশনের সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদার সাংবাদিকদের এ কথা জানান।

দুদক সচিব বলেন, “কতিপয় গার্মেন্টস মালিকদের বিরুদ্ধে কিছু পাবলিক সার্ভেন্টের সহযোগিতায় অবৈধ সম্পদ অর্জনপূর্বক আমদানি ও রপ্তানির আড়ালে বাংলাদেশ হতে প্রতি বছর গড়ে ৬৪ হাজার কোটি টাকা পাচার এবং আল মুসলিম গ্রুপের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রপ্তানির আড়ালে ১৭৫ কোটি টাকা বিদেশে পাচারের একটি অভিযোগ প্রাপ্তির পর দুদক অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে।”

এসব অভিযোগ অনুসন্ধানে আলাদাভাবে তিন সদস্য ও চার সদস্যর দুটি অনুসন্ধান দল তদন্ত করছে জানিয়ে তিনি বলেন, অনুসন্ধান টিম কর্তৃক প্রতিবেদন দাখিল করা হলে তা পর্যালোচনা করে কমিশন আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবে।

আনোয়ার হোসেন জানান, জাতীয় রাজস্ব বোর্ডে থেকে ওভারইনভয়েসিং সংক্রান্ত কিছু তথ্যের ভিত্তিতে এই অনুসন্ধানের সিদ্ধান্ত হয়েছে।