প্লট দুর্নীতি: মির্জা আব্বাসের মামলা বাতিলের আবেদন খারিজ

তেজগাঁও শিল্প এলাকায় প্লট বরাদ্দে অনিয়ম-দুর্নীতির মামলা বাতিল চেয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের আবেদন খারিজ করে দিয়েছে আপিল বিভাগ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Feb 2021, 10:11 AM
Updated : 22 Feb 2021, 10:11 AM

প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ সোমবার এ রায় দেয়।

আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। মির্জা আব্বাসের পক্ষে আইনজীবী ছিলেন না।

খুরশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফলে বিচারিক আদালতে সাক্ষ্যগ্রহণের পর্যায়ে থাকা মামলাটি চলতে বাধা নেই।

২০০৬ সালে পূর্তমন্ত্রী থাকাকালে প্যাসিফিক কেমিক্যালস নামের একটি প্রতিষ্ঠানকে তেজগাঁও শিল্প এলাকায় ১৯ দশমিক ৪৪ কাঠা জমি বরাদ্দ দেন।

দুদকের অভিযোগ, বিএনপির সাবেক এমপি আলী আসগর লবীসহ মাহফুজুল ইসলাম নামের এক সরকারি কর্মকর্তার যোগসাজশে অনিয়মের মাধ্যমে এ প্লট বরাদ্দ দেন।

এ অভিযোগে দুদকের তৎকালীন উপ পরিচালক সৈয়দ ইকবাল হোসেন শাহবাগ থানায় ২০০৭ সালের ১৫ জুলাই একটি মামলা করেন। পরের বছর অর্থাৎ ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

এরপর মামলাটি সাক্ষ্য গ্রহণের পর‌্যায়ে আসলে ওই বছরের জুলাইয়ে মামলা বাতিল চেয়ে হাই কোর্টে আবেদন করেন মির্জা আব্বাস। হাই কোর্ট মামলাটির বাতিল প্রশ্নে রুল জারি করে। 

পরে ২০১৬ সালের ৩০ মার্চ হাই কোর্ট জারি করা রুল খারিজ করে দিলে এর বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন মির্জা আব্বাস।

সে আবেদনটিই সোমবার খারিজ করে দিল সর্বোচ্চ আদালত।