সিলেটে ট্রেন লাইনচ্যুত ঘটনায় তদন্ত কমিটি

সিলেটে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় ৫ সদস্যর একটি তদন্ত কমিটি করেছে বাংলাদেশ রেলওয়ে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Feb 2021, 02:58 PM
Updated : 5 Feb 2021, 02:58 PM

আগামী তিন কর্মদিবসের মধ্যে এ কমিটিকে তদন্তের প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে শুক্রবার রেলওয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

রেলের ঢাকা বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. খায়রুল কবিরকে আহ্বায়ক করে গঠিত এ কমিটির অন্য সদস্যরা হলেন বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) রেজাউল আলম সিদ্দিকী, বিভাগীয় প্রকৌশলী-২ মো. সুলতান আলী, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ) সুজিত মজুমদার এবং বিভাগীয় সংকেত ও টেলিকম প্রকৌশলী মো. মোস্তফা কামাল।

চট্টগ্রাম থেকে সিলেটগামী একটি তেলবাহী ট্রেন বৃহস্পতিবার রাত ১২টার দিকে সিলেটের ফেঞ্চুগঞ্জ এর কাছাকাছি বরমচাল এবং মাইজগাঁও স্টেশনের মাঝামাঝি এলাকায় লাইনচ্যুত হয়। ট্রেনের ২০টি ওয়াগনের মধ্যে ১০টি কাত হয়ে পড়ে যায়।

এ সময় তেল ছড়িয়ে ছিটিয়ে পড়তে থাকলে স্থানীয় লোকজন হাড়ি-পাতিল, বালতি ও ড্রাম নিয়ে তেল সংগ্রহ করতে শুরু করে। রাতের বেলা অন্ধকারের মধ্যে পুলিশ চেষ্টা করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি।

ওই দুর্ঘটনার পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন আটকা পড়ে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্ঘটনার পরে সকালে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে লাইনচ্যুত ওয়াগন সরানোর কাজ শুরু করে।

শুক্রবার রাতের মধ্যেই লাইনটি ট্রেন চলাচলের উপযোগী করা যাবে বলে সেখানে আশা প্রকাশ করা হয়।