৬২ কেজি সোনার জন্য ১৪ বছর করে সাজা তিন বিমানকর্মীর

ছয় বছর আগে দুবাইফেরত এক ফ্লাইট থেকে ৬২ কেজি সোনা উদ্ধারের ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তিন কর্মীকে ১৪ বছর করে সশ্রম কারাণ্ড দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2021, 01:16 PM
Updated : 28 Jan 2021, 01:16 PM

ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক ফাতিমা ইমরোজ ক্ষণিকা বৃহস্পতিবার বিশেষ ক্ষমতা আইনের এ মামলার রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন- বিমানের এয়ারক্র্যাফট মেকানিক আনোয়ারুল হাসান, আবু সালেহ ও আক্তারুজ্জামান।

কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী হাফিজুর রহমান তোতা জানান।

রায় ঘোষণার আগে আসামিদের তিনজনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। বিচারক তাদের দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করলে আবার তাদের কারাগারে পাঠানো হয়।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের শৌচাগারে লুকানো সোনার বার ও চেইন উদ্ধার করা হয়, যার ওজন ৬২ কেজি ৭৭৪ গ্রাম।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী রাজস্ব কর্মকর্তা মতিন তালুকদার এ ঘটনায় ১৫ মার্চ বিমানবন্দর থানায় মামলা দায়ের করেন। 

তদন্ত শেষে ২০১৭ সালের ২০ ডিসেম্বর তিন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।

বৃহস্পতিবার তিন আসামিকেই দোষী সাব্যস্ত করে রায় দিল আদালত।