‘মানবপাচার চক্রের’ তিন সদস্য গ্রেপ্তার

রাজধানীতে ‘মানব পাচার ও ভিসা জালিয়াত’ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2021, 08:14 AM
Updated : 28 Jan 2021, 08:14 AM

গ্রেপ্তাররা হলেন- শাহিন হাসান (৪৯), তারেক মাহমুদ গালিব (২৮) ও বকুল হোসেন ওরফে রতন হাওলাদার (৪৮)।

বুধবার মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে বৃহস্পতিবার পিবিআই সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে জানানো হয়।

পিবিআই প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদার বলেন, “ইউরোপে উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে সাড়ে সাত লাখ টাকায় এক ব্যক্তির সঙ্গে চুক্তি করে তারা।  পরে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তার কাছ থেকে ৫ লাখ ৩৫ হাজার টাকাও তারা নেয়।

“এরপর চক্রটি হোয়াটসঅ্যাপের মাধ্যম আয়ারল্যান্ডের ভিসার কপি পাঠিয়ে বাকি টাকা দাবি করে। কিন্তু তিনি দিল্লিতে আয়ারল্যান্ডের দূতাবাসে যোগাযোগ করে জানতে পারেন, ওই ভিসার কপি ভুয়া।”

বনজ কুমার মজুমদার বলেন, কেউ ভিসার তথ্য যাচাই করার চেষ্টা করতে পারেন অনুমান করে ওই চক্রটি ‘ভুয়া ওয়েবসাইট’ খোলারও প্রস্তুতি নিচ্ছিল। তবে তার আগেই ওই ব্যক্তি দিল্লি থেকে আসল তথ্য জেনে যান।

ওই ব্যক্তির মত আরও সাতজন এ চক্রের কাছে পাসপোর্ট দিয়ে প্রতারিত হয়েছে বলে পিবিআইয়ের সংবাদ সম্মেলনে জানানো হয়।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।