ঢাকায় ২৪ ডাকাত-ছিনতাইকারী গ্রেপ্তার

রাজধানীর মুগদা এলাকায় ভাড়া বাসায় থাকেন কোহিনূর বেগম মালা ও তার স্বামী। সেই বাসা ডাকাত-ছিনতাইকারীদের নিরাপদ ডেরা। দলের কেউ গ্রেপ্তার হলে মামলা চালানো, ছাড়িয়ে আনা, সবই করেন এই দম্পতি। বিনিময়ে পান লুটের মালের ভাগ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Jan 2021, 10:27 AM
Updated : 27 Jan 2021, 10:27 AM

মঙ্গলবার কোহিনূর বেগমকে আট সঙ্গীসহ গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের রমনা বিভাগ।

গ্রেপ্তার অন্যরা হলেন- রাসেল মাহমুদ, মাসুদ মিয়া, শামীম, আমিনুল ইসলাম হৃদয়, পারভেজ, শহিদুল, বাবু এবং জয় মিয়া।

তাদের কাছ থেকে একটি চাপাতি ও দুইটি ছোরা জব্দ করা হয়েছে।

বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম বলেন, “মালার নামে একাধিক ছিনতাইয়ের মামলা রয়েছে। এমনকি শাহবাগে ডাকাতির পর হত্যার ঘটনাতেও মালার নাম উঠে আসে।

“মালা ও তার স্বামী দীর্ঘদিন ধরে ডাকাত দলের পৃষ্ঠপোষকতা করে আসছিল। ডাকাত দলের কোনো সদস্য কখনও গ্রেপ্তার হলে বা কোনো বিপদে পড়লে তাদের জামিন করার ব্যবস্থাসহ সব ধরনের সহযোগিতা করে তারা। এই সহযোগিতার জন্য তারা লুণ্ঠিত মালামালের একটি ভাগ নেয় তারা।”

এছাড়া হাজারীবাগ থেকে অজ্ঞান পার্টির নয় সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্তা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- মোজাম্মেল হোসেন, কালু, ইলিয়াস, আনোয়ার হোসেন, সুমন হোসেন, ইকবাল হোসেন, মিটন, রবিউল আউয়াল ও হেলাল।

তাদের কাছ থেকে অজ্ঞান করার স্প্রে, গুল, মলম ও মরিচের গুড়া জব্দ করা হয়।

এদিকে বুধবার তেজগাঁওয়ের টিসিবি কার্যালয়ের সামনে থেকে সংঘবদ্ধ মোবাইল চোরাকারবারি দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে মতিঝিল গোয়েন্দা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টিম।

গ্রেপ্তাররা হলেন- রবিন, সাইদ, রুনা, মনোয়ার, রুবেল মিয়া এবং আলামীন।

তাদের কাছ থেকে ৩০টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের প্রত্যেকের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে বলে জানায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।