সাংবাদিক সৈয়দ লুতফুল হক মারা গেছেন
জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Jan 2021 03:52 PM BdST Updated: 27 Jan 2021 03:52 PM BdST
-
ছবি: (ফেইসবুক থেকে নেওয়া)
-
ছবি: (ফেইসবুক থেকে নেওয়া)
-
ছবি: (ফেইসবুক থেকে নেওয়া)
শিল্পী সাংবাদিক সৈয়দ লুতফুল হক মারা গেছেন।
বুধবার ভোর সাড়ে ৫টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি দুই ছেলে রেখে গেছেন।
বাদ জোহর প্রয়াতের কফিন জাতীয় প্রেস ক্লাবে আনা হলে তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন সাংবাদিকরা।

ছবি: (ফেইসবুক থেকে নেওয়া)
এর আগে ক্লাব চত্বরে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
পরিবারের সদস্যরা জানান, বনানী কবরাস্থানে বাদ আসর সৈয়দ লুতফুল হকে দাফন করা হবে।
সৈয়দ লুতফল হক ফাইন আর্টস থেকে স্নাতক ডিগ্রি লাভ করে ১৯৬৮ সালে সাংবাদিকতা শুরু করেন দৈনিক ইত্তেফাকে। তিনি সাপ্তাহিক বিচিত্রা, দৈনিক বাংলা, ইনডিপেন্ডেটসহ বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন।

ছবি: (ফেইসবুক থেকে নেওয়া)
সৈয়দ লুতফুল হক শিল্পাচার্য্ জয়নুল স্বর্ণ পদক, অতীশ দীপঙ্কর স্বর্ণপদক বিভিন্ন পদকও পেয়েছেন।
জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধের ওপরে সৈয়দ লুতফুল হকের অন্যতম সৃষ্টিকর্ম ‘কাঠের তৈরি মুর্যাল’ রয়েছে।
-
শাহবাগে গ্রেপ্তার ৭ শিক্ষার্থীর মুক্তি দাবিতে বিক্ষোভ
-
মামলার নথি গায়েব: আদালতের দুই কর্মী রিমান্ডে
-
তিতাসের এমডি, পল্লী বিদ্যুতের চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অমাননার রুল
-
বাংলাদেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে সহযোগিতা দিতে আগ্রহী অস্ট্রেলিয়া
-
কুয়েতে ‘অশ্লীল নৃত্য’, ৪ বাংলাদেশিকে খুঁজছে দূতাবাস
-
বান্দরবানে ম্রো সম্প্রদায়ের ভূমি দখলের প্রতিবাদ
-
ঢাবিতে ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস পালিত
-
কলাবাগানে কিশোরীকে ধর্ষণ-হত্যা মামলার প্রতিবেদন পেছাল
সর্বাধিক পঠিত
- পাঁচটি প্রিয় বিকাশ নম্বরে ‘সেন্ড মানিতে’ খরচ নেই
- ভিনিসিউসের শেষের গোলে রক্ষা রিয়ালের
- বার্সেলোনায় যাচ্ছে গার্সিয়া: গুয়ার্দিওলা
- ‘এত বড় দেশে কোথাও জায়গা হল না’
- আমাকে ফাঁসানো হয়েছে: সামিয়া
- ইসিকে হেয় করতে সবই করছেন মাহবুব তালুকদার: সিইসি
- ‘ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচই একটি প্রতিযোগিতা’
- তৃতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন গেইল
- টিভি সূচি (মঙ্গলবার, ০২ মার্চ ২০২১)
- আহমেদাবাদের উইকেট নিয়ে ‘কান্নাকাটিতে’ বিস্মিত রিচার্ডস