হামিদুল হত্যা: ৫ ‘ছিনতাইকারী’ গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Jan 2021 01:10 PM BdST Updated: 26 Jan 2021 01:10 PM BdST
ঢাকার কদম ফোয়ারার সামনে ব্যবসায়ী হামিদুল ইসলামকে ছুরি মেরে হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা একটি ছিনতাই চক্রের সদস্য বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।
গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার জানান, তাদের রমনা বিভাগের একটি দল সোমবার ঢাকার উত্তর মুগদা ও কামরাঙ্গীর চর এলাকায় অভিযান চালিয়ে ওই পাঁচজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন- মো. সোহেল, জাহিদ হোসেন, শুকুর আলী, মো. শাকিল এবং সোহেল মিয়া।
তাদের কাছ থেকে ‘হত্যাকাণ্ডে ব্যবহৃত’ একটি চাকু, নিহতের মোবাইল ফোন ও মানিব্যাগ উদ্ধারের পাশাপাশি একটি মোটরচালিত রিকশা জব্দ করার কথা জানিয়েছে পুলিশ।
গত শনিবার রাতে কদম ফোয়ারার সামনে ছুরিকাঘাতে নিহত হন ৫৫ বছর বয়সী হামিদুল ইসলাম। তিনি দীর্ঘদিন ধরে কেবল টিভির সংযোগ দেওয়ার ব্যবসা করে আসছিলেন। পরিবার নিয়ে তিনি থাকতেন তোপখানা রোডের 'বসতি ময়ূরীতে'।
পুরান ঢাকার সিদ্দিক বাজারে তিনটি ফ্ল্যাট আছে হামিদুলের। শনিবার রাতে হাই কোর্ট মাজারের গেইটে ওই ফ্ল্যাটগুলোর কেয়ার টেকার সেলিমের কাছ থেকে ভাড়ার টাকা নিয়ে বাসায় ফেরার পথে তিনি ছিনতাইকারীর কবলে পড়েন।
কদম ফোয়ারার কাছে নিহত ব্যক্তি ‘ছিনতাইয়ের শিকার’, ধারণা পুলিশের
হাই কোর্ট এলাকা থেকে একজনের রক্তাক্ত লাশ উদ্ধার
তার ছেলে নাহিদুল ইসলাম পরদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে লাশ শনাক্ত করে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন।
অতিরিক্ত কমিশনার হাফিজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, গ্রেপ্তার পাঁচজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে হামিদুলকে ছুরি মারার কথা ‘স্বীকার করেছে’।
“তাদের মধ্যে মো. শাকিল মোটরচালিত রিকশা নিয়ে হাই কোর্টের মাজার গেইটের বিপরীত পাশে অবস্থান করছিল। রাত সাড়ে ৮টার দিকে বাকি চারজন ঈদগাহ মাঠের সামনের ফুটপাতে হামিদুলের গতিরোধ করে এবং তার কাছ থেকে মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেয়।
“তারা হামিদুলের পকেটে থাকা টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি চিৎকার দেন। তখন মো. সোহেল তাকে ছুরি মারে বলে তারা স্বীকার করেছে।”
-
শাহবাগে গ্রেপ্তার ৭ শিক্ষার্থীর মুক্তি দাবিতে বিক্ষোভ
-
মামলার নথি গায়েব: আদালতের দুই কর্মী রিমান্ডে
-
তিতাসের এমডি, পল্লী বিদ্যুতের চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অমাননার রুল
-
বাংলাদেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে সহযোগিতা দিতে আগ্রহী অস্ট্রেলিয়া
-
কুয়েতে ‘অশ্লীল নৃত্য’, ৪ বাংলাদেশিকে খুঁজছে দূতাবাস
-
বান্দরবানে ম্রো সম্প্রদায়ের ভূমি দখলের প্রতিবাদ
-
ঢাবিতে ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস পালিত
-
কলাবাগানে কিশোরীকে ধর্ষণ-হত্যা মামলার প্রতিবেদন পেছাল
সর্বাধিক পঠিত
- পাঁচটি প্রিয় বিকাশ নম্বরে ‘সেন্ড মানিতে’ খরচ নেই
- ভিনিসিউসের শেষের গোলে রক্ষা রিয়ালের
- বার্সেলোনায় যাচ্ছে গার্সিয়া: গুয়ার্দিওলা
- আমাকে ফাঁসানো হয়েছে: সামিয়া
- ‘এত বড় দেশে কোথাও জায়গা হল না’
- ইসিকে হেয় করতে সবই করছেন মাহবুব তালুকদার: সিইসি
- ‘ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচই একটি প্রতিযোগিতা’
- তৃতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন গেইল
- আহমেদাবাদের উইকেট নিয়ে ‘কান্নাকাটিতে’ বিস্মিত রিচার্ডস
- টিভি সূচি (মঙ্গলবার, ০২ মার্চ ২০২১)