প্রতিবন্ধীদের কোটা পুনর্বহালের দাবি
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Jan 2021 08:17 PM BdST Updated: 24 Jan 2021 08:17 PM BdST
প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে প্রতিবন্ধীদের জন্য এক শতাংশ কোটা পুনর্বহালের দাবি জানিয়েছে প্রতিবন্ধীদের সংগঠন বাংলাদেশ সোসাইটি ফর দ্য চেঞ্জ অ্যান্ড অ্যাডভোকেসি নেক্সাস (বি-স্ক্যান) নামের একটি সংগঠন।
শনিবার ‘সামাজিক সুরক্ষার মাধ্যমে প্রতিবন্ধী মানুষের কর্ম সৃজন’ শীর্ষক এক প্রাক-বাজেট ভার্চুয়াল আলোচনায় এই দাবি জানান বি-স্ক্যানের সাধারণ সম্পাদক সালমা মাহবুব।
আলোচনায় অংশ নিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান কর্মসংস্থানে প্রতিবন্ধী মানুষের কোটার বিষয়টির প্রতি পূর্ণ সমর্থন দেন বলে সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বি-স্ক্যানের সমন্বয়ক ইফতেখার মাহমুদ।
ডব্লিউডিডিএফের নির্বাহী পরিচালক আশরাফুন্নাহার মিষ্টি বলেন, শুধু কর রেয়াত নয়, প্রতিবন্ধী মানুষের জন্য কর্মসংস্থানে যদি আর কিছু উদ্যোগ নেওয়া যেত তাহলে ভালো হত।
অস্ট্রেলিয়ার ফ্লিন্ডারস বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি মোশাররফ হোসেন বলেন, “উন্নত দেশের প্রতিবন্ধী মানুষেরা অনেক সুযোগ-সুবিধা ভোগ করছে আর আমরা এখনো বেসিক অধিকারগুলোই পাচ্ছি না। আমাদের এ বিষয়ে আরও জোর দাবি জানাতে হবে সরকারের কাছে।”
দিনাজপুরের সংগঠন উত্তরণ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক আশরাফুল আলম বলেন, ভাতার টাকা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। বিশেষ করে এই করোনাকালে এই টাকায় কিছুই হচ্ছে না।
বি-স্ক্যানের সাধারণ সম্পাদক সালমা মাহবুব বলেন, সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এক শতাংশ কোটা পুনর্বহাল করা উচিত। প্রথম থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত অন্তত ২০৪১ সাল পর্যন্ত সব ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ নিয়োগের বিধান চালু করতে হবে।
-
কেমন আছেন কিশোর
-
অবৈধ সম্পদ: অবন্তিকা বড়াল ফের ৩ দিনের রিমান্ডে
-
ঢাকায় নতুন ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রের যাত্রা শুরু
-
সুবাস ছড়িয়ে শেষ হল পিঠা উৎসব
-
প্রতিবেশীর সঙ্গে সমস্যা হলে আলোচনাতেই সমাধান: প্রধানমন্ত্রী
-
১১ এপ্রিল ভোট হবে যে ৩৭১ ইউপিতে
-
যৌতুকের মিথ্যা মামলা: ফেঁসে গেলেন অভিযোগকারী নারী
-
বাঙালির জোড়া উদযাপনে ১০ দিনের আয়োজন
সর্বাধিক পঠিত
- আর পদোন্নতি হবে না জামালপুরের সেই ডিসির, কমছে বেতনও
- টিকা নিয়েছেন প্রধানমন্ত্রী
- ভিসি কলিমউল্লাহ দুষলেন শিক্ষামন্ত্রীকে; ‘রুচিহীন’ বলল শিক্ষা মন্ত্রণালয়
- বাংলাদেশে একাডেমি করতে আগ্রহী রাজস্থান রয়্যালস
- ৬ ওয়ানডে খেলেই অধিনায়ক বাভুমা, টেস্টের নেতৃত্বে এলগার
- নিউ ইয়র্ক ফেড থেকে মিয়ানমারের জান্তার টাকা সরানোর চেষ্টা আটকেছে যুক্তরাষ্ট্র
- হ্যাটট্রিক, ছয় ছক্কা ও রেকর্ডের ছড়াছড়ি
- স্টোকসের ‘গালি’ শুনে কোহলিকে বললেন সিরাজ
- লিভারপুলকে হারিয়ে চারে চেলসি
- শ্বাসরুদ্ধকর লড়াইয়ে সেভিয়াকে হারিয়ে ফাইনালে বার্সা