গুলি করে হত্যা: ছিনতাইকারীর মৃত্যুদণ্ড

নয় বছর আগে ঢাকার শ্যামপুর এলাকায় ছিনতাইয়ে বাধা দেওয়ায় এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় একজনকে মৃত্যুদণ্ড এবং একজনএক যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Jan 2021, 03:07 PM
Updated : 21 Jan 2021, 03:07 PM

ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক মনির কামাল বৃহস্পতিবার এ মামলার রায় ঘোষণা করেন।

রায়ে তিন আসামির মধ্যে মো, মোস্তফা মুন্সীকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং আব্দুস সাত্তার ওরফে কানা সাত্তারকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তারা দুজনেই পলাতক।

অপরাধে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় আরেক আসামি মো. মজিবুর রহমান নলীকে খালাস দিয়েছে আদালত। তিনি রায়ের সময় আদালতে হাজির ছিলেন।

২০১২ সালের ৩০ সেপ্টেম্বরে শ্যামপুরের লাল মসজিদ সংলগ্ন ঢাকা- নারায়ণগঞ্জ সড়কে একটি দোকানের সামনে গুলিতে নিহত হন নারায়ণগঞ্জের ফতুল্লার মদিনা ট্রেডিংয়ের কর্মকর্তা হাবিবুর রহমান।

মামলার বিবরণে বলা হয়, টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার সময় হাবিবুর বাধা দিলে ছিনতাইকারীরা গুলি করে। ওই ঘটনায় হাবিবুরের সঙ্গে আরও একজন আহত হন।

এ ট্রাইবুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. মাহবুবুর রহমান জানান, রাষ্ট্রপক্ষে ১৪ জনের সাক্ষ্য শুনে আদালত বৃহস্পতিবার দুইজনকে দোষী সাব্যস্ত করে রায় দেয়।