করোনাভাইরাসে সাংবাদিকের মৃত্যু

নতুন করোনাভাইরাস সংক্রমণ নিয়ে মারা গেছেন সম্প্রচার সাংবাদিক কেন্দ্র -বিজেসির গবেষণা সহযোগী আফজালুর রহমান।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Jan 2021, 01:38 PM
Updated : 21 Jan 2021, 01:38 PM

বৃহস্পতিবার বিকালে ঢাকার শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৩১ বছর।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের সাবেক ছাত্র আফজাল বিজেসিতে যোগ দেওয়ার আগে চ্যানেল নাইনে সাংবাদিকতা করেছেন।

আফজালের মৃত্যুর সংবাদ জানিয়ে বিজেসির ট্রাস্টি মানস ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৩০ ডিসেম্বর রাতে আফজালের জ্বর হয়। করোনাভাইরাস সংত্রমণের লক্ষণ-উপসর্গ দেখা দিলে ২ জানুয়ারি নমুনা পরীক্ষা করা হয়। পরদিন ‘পজিটিভ’ ফল আসার পর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে।

আফজালের মামা সারোয়ার আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে চিকিৎসকদের উদ্ধৃত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভর্তির দুদিন পরই মাইল্ড স্ট্রোক হয়েছিল তার ভাগ্নের, তাছাড়া রক্তনালীতেও সংক্রমণ ঘটেছিল।

বৃহস্পতিবার রাতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আফজালের জানাজা হবে। এরপর বিজেসি প্রাঙ্গণে জানাজা শেষে আফজালের মরদেহ পঞ্চগড়ে তার গ্রামের বাড়িতে নেওয়া হবে।

আফজালের মৃত্যুতে ডিআরইউ সভাপতি মোরসালিন নোমানী, সাধারণ সম্পাদক মশিউর রহমান, রংপুর বিভাগ সাংবাদিক সমিতির সভাপতি মাকসুদুর রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান তরুণ শোক প্রকাশ করেছেন।