কামরাঙ্গীরচরে উচ্ছেদ অভিযানে ভাঙা পড়ল ৫ তলা বাড়ি

ঢাকার কামরাঙ্গীরচরে বুড়িগঙ্গা নদী তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদে চালানো অভিযানে পাঁচতলা ভবন গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Jan 2021, 11:54 AM
Updated : 21 Jan 2021, 11:54 AM

ওই এলাকায় আগে উচ্ছেদ চালানোর পর নদী তীর আবার দখল হয়েছে। পুনর্দখল রোধে গত কয়েকদিন ধরে বিশেষ উচ্ছেদ অভিযান চালাচ্ছে বিআইডব্লিটিএ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কামরাঙ্গীরচরের ঠোটার মাথা এলাকায় অভিযান চালানো হয়।

বিআইডব্লিউটিএ এর যুগ্ম-পরিচালক গুলজার আলী বলেন, “একটি পাঁচতলা ভবন বুড়িগঙ্গা নদীর তীরে গড়ে তোলায় তা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।”

বৃহস্পতিবারের অভিযানে ১৭টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে বলে জানান তিনি। এর মধ্যে রয়েছে একটি চার তলা, দুটি তিনতলা, একটি দোতলা ভবন এবং সাতটি আধা পাকা ও পাঁচটি টংঘর।

গুলজার বলেন, এ সপ্তাহের চার দিনের অভিযানে মোট ২৭৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে এবং ৫ একর তীরভূমি উদ্ধার করা হয়েছে।