৪৩তম বিসিএস: আবেদনের সময় বাড়াতে ইউজিসির চিঠি

তেতাল্লিশতম বিসিএস পরীক্ষার আবেদনের সময় দুই মাস বাড়ানোর অনুরোধ জানিয়ে সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Jan 2021, 09:50 AM
Updated : 21 Jan 2021, 09:50 AM

এই বিসিএসের আবেদনের সময়সীমা আগামী ৩১ মার্চ পর্যন্ত বাড়ানোর অনুরোধ জানিয়ে বৃহস্পতিবার ইউজিসির সচিব স্বাক্ষরিত চিঠিটি পিএসসির চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।

ইউজিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে চিঠির বিষয়ে বলা হয়েছে, বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে সরকারের নির্দেশনা অনুযায়ী দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান গত বছরের ১৮ মার্চ থেকে বন্ধ রয়েছে। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হয়নি।

গত ১৩ ডিসেম্বর ইউজিসি চেয়ারম্যানের সভাপতিত্বে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে সভায় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে নেওয়ার সিদ্ধান্ত হয়।

এরপর ওই সভা থেকে উপাচার্যরা ৪৩তম বিসিএস পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর বিষয়ে পদক্ষেপ নিতে ইউজিসিকে অনুরোধ জানান।

গত বছরের ৩০ নভেম্বর ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএসসি। এই বিসিএসে অংশ নিতে গত ৩০ ডিসেম্বর থেকে আগামী ৩১ জানুয়ারি আবেদনের সময় নির্ধারণ করা আছে।