আবরার হত্যা: শেষ তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ ২৪ জানুয়ারি

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার মামলায় অভিযোগপত্র জমাদানকারী তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ওয়াহিদুজ্জামানের সাক্ষ্যগ্রহণের জন্য ২৪ জানুয়ারি দিন ঠিক করেছে আদালত।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Jan 2021, 06:55 PM
Updated : 20 Jan 2021, 06:55 PM

বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান দিন ধার্য করেন।

এদিন মামলার প্রথম তদন্তকারী কর্মকর্তা চকবাজার থানার পরিদর্শক কবির আহম্মেদকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা।

তার জেরা শেষ হওয়ায় বিচারক দ্বিতীয় কর্মকর্তার সাক্ষ্যগ্রহণের জন্য ২৪ জানুয়ারি দিন ধার্য করেন।

এর আগে মঙ্গলবার মামলার প্রথম তদন্ত কর্মকর্তা চকবাজার থানার পরিদর্শক কবির আহম্মেদ সাক্ষ্য দেন। এরপর তাকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা।

এদিন তার জেরা শেষ না হওয়ায় বুধবার পরবর্তী দিন ধার্য করেন আদালত। মামলায় মোট ৬০ জন সাক্ষীর মধ্যে ৪৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হলো।

ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জেরে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে ডেকে নেয় বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এরপর রাত ৩টার দিকে শেরেবাংলা হলের নিচতলা ও দোতলার সিঁড়ির করিডোর থেকে তার লাশ উদ্ধার করা হয়।