নিজের ফ্ল্যাট থেকে মডেল নাজের লাশ উদ্ধার
জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Jan 2021 11:16 PM BdST Updated: 20 Jan 2021 12:46 AM BdST
-
মডেল সাদিয়া ইসলাম নাজ; ছবি- সংগৃহীত
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নিজের ফ্ল্যাট থেকে মডেল সাদিয়া ইসলাম নাজের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোরে বসুন্ধরা আবাসিক এলাকার জি ব্লকের ২১ নম্বর সড়কের ৭৯২ নম্বর ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট থেকে লাশটি উদ্ধার করা হয় বলে ভাটারা থানার ওসি মো. মোক্তারুজ্জামান জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নাজকে ফ্যানের সঙ্গে শাড়ি পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ৯৯৯ থেকে ফোন পেয়ে নাজের বাসায় নিয়ে মৃতদেহটি উদ্ধার করা হয়।
২১ বছর বয়সী নাজ ওই ফ্ল্যাটে একাই থাকতেন জানিয়ে ওসি বলেন, নাজের বাবা মনিরুল ইসলাম দুপুরে গ্রামের বাড়ি খুলনা থেকে ঢাকায় আসেন। আগের রাতে নাজের সঙ্গে ফোনে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হওয়ার কথা জানিয়েছেন তিনি।
সোমবার রাত ১১টার পর থেকে নাজের সঙ্গে তার বাবা যোগাযোগ করতে পারছিলেন না। পরে তিনি জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ ফোন করে বিষয়টি জানান।
ওসি মোক্তারুজ্জামান বলেন, “বাসায় গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ পাওয়া যায়। পরে দরজা ভেঙে ঝুলন্ত নাজের মৃতদেহ উদ্ধার করা হয়।”
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে নাজের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাজ আত্মহত্যা করেছে। তবে সে যে ফ্ল্যাটে থাকত সেখানে একটি সিসি ক্যামেরা আছে। সিসি ক্যামেরার ফুটেজ এনে তদন্ত করে দেখা হবে,” বলেন এই পুলিশ কর্মকর্তা।
এ ঘটনায় ভাটারা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
-
শাহবাগে গ্রেপ্তার ৭ শিক্ষার্থীর মুক্তি দাবিতে বিক্ষোভ
-
মামলার নথি গায়েব: আদালতের দুই কর্মী রিমান্ডে
-
তিতাসের এমডি, পল্লী বিদ্যুতের চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অমাননার রুল
-
বাংলাদেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে সহযোগিতা দিতে আগ্রহী অস্ট্রেলিয়া
-
কুয়েতে ‘অশ্লীল নৃত্য’, ৪ বাংলাদেশিকে খুঁজছে দূতাবাস
-
বান্দরবানে ম্রো সম্প্রদায়ের ভূমি দখলের প্রতিবাদ
-
ঢাবিতে ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস পালিত
-
কলাবাগানে কিশোরীকে ধর্ষণ-হত্যা মামলার প্রতিবেদন পেছাল
সর্বাধিক পঠিত
- পাঁচটি প্রিয় বিকাশ নম্বরে ‘সেন্ড মানিতে’ খরচ নেই
- ভিনিসিউসের শেষের গোলে রক্ষা রিয়ালের
- বার্সেলোনায় যাচ্ছে গার্সিয়া: গুয়ার্দিওলা
- আমাকে ফাঁসানো হয়েছে: সামিয়া
- ‘এত বড় দেশে কোথাও জায়গা হল না’
- ইসিকে হেয় করতে সবই করছেন মাহবুব তালুকদার: সিইসি
- আহমেদাবাদের উইকেট নিয়ে ‘কান্নাকাটিতে’ বিস্মিত রিচার্ডস
- ‘ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচই একটি প্রতিযোগিতা’
- বার্সেলোনার সাবেক সভাপতি বার্তোমেউ ‘আটক’
- তৃতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন গেইল