নাইকো দুর্নীতি: স্বাস্থ্য ঝুঁকি দেখিয়ে খালেদার সময়ের আবেদন

কোভিড-১৯ মহামারীর মধ্যে স্বাস্থ্য ঝুঁকির কারণ দেখিয়ে সময় চাওয়ায় নাইকো দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Jan 2021, 12:32 PM
Updated : 19 Jan 2021, 12:32 PM

মঙ্গলবার ঢাকার ৯ নম্বর বিশেষ জজ শেখ হাফিজুর রহমান ১ ফেব্রুয়ারি অভিযোগ গঠনের শুনানির দিন ঠিক করেন বলে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল জানান।

খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী মাসুদ আহম্মেদ তালুকদার ও জিয়া উদ্দিন জিয়া আবেদন করেন।

শুনানি শেষে বিচারক বলেন, “আপনারা অব্যাহতির আবেদন দেন না কেন? এক আসামির জন্য চার্জ শুনানি করা যাচ্ছে না।”

তখন মাসুদ আহম্মেদ তালুকদার বলেন, “আগামী তারিখে আবেদন দাখিল করব।”

বিচারক বলেন, “শেষবারের মতো সময়ের আবেদন মঞ্জুর করা হলো। আগামী ১ ফেব্রুয়ারি চার্জ শুনানির পরবর্তী তারিখ। ওই দিন অব্যাহতির আবেদন না দিলে মামলাটির চার্জের আদেশ দেওয়া হবে।”

খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “আমরা বিচারককে বলি যে এর আগে বেগম খালেদা জিয়া কারাগারে অন্তরীন অবস্থায় অসুস্থ থাকায় তাকে এজলাসে আনা হয়নি বার বার। এজন্য শুনানি পিছিয়েছে- এটা আমাদের কোনো ব্যথর্তা নয়।”

২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলাটি তদন্তের পর ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়।

এর আগে ২০১৯ সালের জানুয়ারিতে মামলার অভিযোগ গঠনের শুনানি ষে খানিকটা এগেয়েছিল।