তেজগাঁওয়ে গাড়ি সার্ভিসিং সেন্টারে আগুনে দগ্ধ ৭

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় একটি গাড়ি সার্ভিসিং সেন্টারে অগ্নিকাণ্ডে সাতজন দগ্ধ হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Jan 2021, 01:39 PM
Updated : 16 Jan 2021, 01:39 PM

তাদের মধ্যে চারজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এরা হলেন- রবিউল (২৫), আলী আকবর (৫০), জুয়েল (২৭) ও রুবেল (১৮)।

শনিবার দুপুর ২টার দিকে তেজগাঁওয়ের গুলশান লিংক রোডে ‘ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল’ নামে সার্ভিসিং সেন্টারে একটি গাড়িতে কাজ করার সময় হঠাৎ আগুন লেগে যায় বলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই জাহাঙ্গীর আলম জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই ওয়ার্কশপে একটি গাড়িতে কাজ করার সময় পাশে থাকা একটি কাগজে এবং প্লাস্টিকে আগুন লাগে। সেখান থেকে গাড়িতে আগুন ধরে যায়। তাৎক্ষণিকভাবে কর্মচারীরা আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।

সার্ভিসিং সেন্টারের কর্মচারী হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গাড়িতে আগুন লাগার পরপরই কর্মচারীরা দ্রুত নিভিয়ে ফেলেন। এরমধ্যে কয়েকজন কর্মচারী দগ্ধ হন।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, দগ্ধ সাতজনকে হাসপাতালে আনা হলে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি চারজনকে ভর্তি করা হলেও তারা আশঙ্কামুক্ত।