জঙ্গিবাদের ভুল বুঝে ফিরে এল তারা
জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Jan 2021 02:53 PM BdST Updated: 14 Jan 2021 06:27 PM BdST
-
উগ্রবাদে জড়িয়ে বিচ্ছিন্ন হয়ে পড়া ছেলে ভুল বুঝতে পেরে ফিরেছে স্বাভাবিক জীবনে। র্যাব সদর দপ্তরে আত্মসমর্পণ অনুষ্ঠানে তাকে ফিরে পেয়ে অশ্রুসিক্ত বাবা মা। ছবি: মাহমুদ জামান অভি
-
ভুল বুঝতে পেরে জঙ্গিবাদ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চান তরুণ দম্পতি শাওন মুনতাহা ইবনে শওকত ও ডা. নুসরাত আলী জুহি। বৃহস্পতিবার র্যাব সদর দপ্তরে আত্মসমর্পণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, আইজিপি বেনজীর আহমেদের সঙ্গে দুই পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। ছবি: মাহমুদ জামান অভি
-
উগ্রবাদে জড়িয়ে বিচ্ছিন্ন হয়ে পড়া ছেলে ভুল বুঝতে পেরে ফিরেছে স্বাভাবিক জীবনে। র্যাব সদর দপ্তরে আত্মসমর্পণ অনুষ্ঠানে তাকে ফিরে পেয়ে অশ্রুসিক্ত মা। ছবি: মাহমুদ জামান অভি
-
জঙ্গিবাদ ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার আশায় আত্মসমর্পণ করা এক তরুণের হাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল তুলে দিচ্ছেন ট্রাক্টরের চাবি। বৃহস্পতিবার আত্মসমর্পণ করা নয়জনকেই পুনর্বাসনের মাধ্যমে সমাজের মূল ধারায় ফিরতে সহায়তা করা হবে। ছবি: মাহমুদ জামান অভি
-
জঙ্গিবাদ ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার আশায় আত্মসমর্পণ করা এক তরুণের হাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল তুলে দিচ্ছেন ট্রাক্টরের চাবি। বৃহস্পতিবার আত্মসমর্পণ করা নয়জনকেই পুনর্বাসনের মাধ্যমে সমাজের মূল ধারায় ফিরতে সহায়তা করা হবে। ছবি: মাহমুদ জামান অভি
-
-
ভুল বুঝতে পেরে জঙ্গিবাদ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চান এই তরুণ। বৃহস্পতিবার র্যাব সদর দপ্তরে আত্মসমর্পণ অনুষ্ঠানে তার হাতে ফুল তুলে দিয়ে সমাজের মূল ধারায় তাকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ছবি: মাহমুদ জামান অভি
ইঞ্জিনিয়ারিং পড়তে পড়েতেই সিলেটের তরুণ শাওন মুনতাহা ইবনে শওকত জড়িয়ে পড়েছিলেন উগ্রবাদী এক সংগঠনে। পরে ডাক্তার স্ত্রী নুসরাত আলী জুহিকেও সেই জালে জড়িয়ে নেন। সংগঠনের নির্দেশে চার বছর আগে দুই শিশু সন্তানকে নিয়ে পরিবার থেকেও আলাদা হয়ে যান। কিন্তু সে সবই যে ‘ভুল’ ছিল, এখন তা বুঝতে পারছেন তারা।
সমাজের মূল ধারায়, স্বাভাবিক জীবনে ফেরার আশা নিয়ে শাওন ও জুহির সঙ্গে আরও সাত তরুণ-তরুণী বৃহস্পতিবার আত্মসমর্পণ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রী ও আইজিপির কাছে।
গ্রেপ্তার করে শাস্তির পথে না গিয়ে এখন তাদের পুনর্বাসনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরতে সাহায্য করা হবে বলে জানিয়েছে র্যাব, যারা দীর্ঘদিন ধরে এই তরুণ-তরুণীদের উগ্রবাদী কর্মকাণ্ডের ওপর নজর রাখছিল।
র্যাব তাদের এই কর্মসূচিকে বলছে ‘ডি-র্যাডিকালাইজেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম’। ঢাকায় র্যাব সদর দপ্তরে আয়োজিত আত্মসমর্পণ অনুষ্ঠানে জানানো হয়, পেশার ধরণ অনুযায়ী এই তরুণ-তরুণীদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে।
উগ্রবাদের অন্ধকার জগতে জড়িয়ে পড়া এবং সেখান থেকে বেরিয়ে আসার গল্প অনুষ্ঠানে সবাইকে শোনান শাওন মুনতাহা ইবনে শওকত।

ভুল বুঝতে পেরে জঙ্গিবাদ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চান তরুণ দম্পতি শাওন মুনতাহা ইবনে শওকত ও ডা. নুসরাত আলী জুহি। বৃহস্পতিবার র্যাব সদর দপ্তরে আত্মসমর্পণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, আইজিপি বেনজীর আহমেদের সঙ্গে দুই পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। ছবি: মাহমুদ জামান অভি
২০১১ সালে মেডিকেল ছাত্রী জুহির সাথে বিয়ে হয় শাওনের। স্বামীর উৎসাহে জুহিও একসময় ওই সংগঠনে যোগ দেন।
শাওন বলেন, এখন পর্যন্ত কোনো ধরনের নাশকতার কাজে তারা জড়াননি। ২০১৬ সালের পর থেকে সংগঠন থেকে তাদের বলা হয়, পরিবার থেকে আলাদা হয়ে যেতে হবে। সে অনুযায়ী ২০১৭ সালে দুই শিশু সন্তানকে নিয়ে তারা ঢাকার এসে থাকতে শুরু করেন।
“বিচ্ছিন্ন হওয়ার পর ... আমার স্ত্রী একজন চিকিৎসক, কিন্তু এভাবে বিচ্ছিন্ন হয়ে থাকতে থাকতে তার জীবনে অশান্তি আর গ্লানি নেমে আসে। এক কথায় আমাদের সামাজিক ও পারিবারিক জীবন বলতে কিছু ছিল না। তাছাড়া আমার দুই শিশু সন্তানের ভবিষ্যত...।”

উগ্রবাদে জড়িয়ে বিচ্ছিন্ন হয়ে পড়া ছেলে ভুল বুঝতে পেরে ফিরেছে স্বাভাবিক জীবনে। র্যাব সদর দপ্তরে আত্মসমর্পণ অনুষ্ঠানে তাকে ফিরে পেয়ে অশ্রুসিক্ত মা। ছবি: মাহমুদ জামান অভি
শাওন-জুহির পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন র্যাব সদরদপ্তরে এই আত্মসমর্পণ অনুষ্ঠানে। চার বছর পর ছেলে আর ছেলের বউকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন শাওনের বাবা শওকতুর রহমান।
নিজে একজন ব্যাংকার ছিলেন জানিয়ে শওকত বলেন, তার ছেলে কীভাবে জঙ্গিবাদে জড়িয়ে গেল, তিনি তা বুঝতেও পারেননি।
কান্নাভেজা কণ্ঠে তিনি বলেন, “কারো সন্তান যাতে এভাবে জঙ্গিবাদে না জড়ায়, সবাইকে এ বিষয়ে এগিয়ে আসতে হবে।”

জঙ্গিবাদ ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার আশায় আত্মসমর্পণ করা এক তরুণের হাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল তুলে দিচ্ছেন ট্রাক্টরের চাবি। বৃহস্পতিবার আত্মসমর্পণ করা নয়জনকেই পুনর্বাসনের মাধ্যমে সমাজের মূল ধারায় ফিরতে সহায়তা করা হবে। ছবি: মাহমুদ জামান অভি
হাতে ফুল তুলে দিয়ে তাদের আবার সমাজের মূল ধারায় স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
আসমার মা শাহিনা সুলতানা বলেন, “আমার মেয়ে মেধাবী ছিল। ভাবতাম, সে অনেক কিছু করবে সমাজের, অনেক বড় অফিসার হবে। কিন্তু কীভাবে যে কি...। এখন আমার মেয়ের জন্য আপনারা দোয়া করবেন।”
২০১৯ সালে এসএসসি পাস করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক তরুণের সঙ্গে পরিচয়ের পর বিয়ে করে ফেলেন এই কিশোরী। সেই তরুণের মাধ্যমেই জড়িয়ে পড়েন জঙ্গিবাদে।
এরপর সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে নিঃসঙ্গ জীবনের যে কষ্ট, সে কথা তুলে ধরে আসমা বলেন, “আমি ভুল করে এ পথে এসেছিলাম। ভুল বুঝতে পেরে আত্মসমর্পণ করেছি। আশা করছি আমার স্বামীও স্বাভাবিক জীবনে ফিরে আসবে।”

ভুল বুঝতে পেরে জঙ্গিবাদ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চান আবিদা জান্নাত আসমা। বৃহস্পতিবার র্যাব সদর দপ্তরে আত্মসমর্পণ অনুষ্ঠানে তার হাতে সম্মাননা সনদ তুলে দিয়ে সমাজের মূল ধারায় তাকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ছবি: মাহমুদ জামান অভি
তিনি বলেন, একজন জঙ্গি হওয়ার আগে কোনো একটি সংগঠনের প্রতি সহমর্মিতা দেখায়, পরে সমর্থক হয়ে ওঠে। তারপর যে সক্রিয় হয়ে বিভিন্ন কার্যকলাপে অংশ নেয়, তার ভেতরে উগ্রবাদের ধারণা পোক্ত হতে থাকে। এক পর্যায়ে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে তারা অস্বাভাবিক জীবন যাপন শুরু করে।
“এ অবস্থায় তাদের মস্তিকে যে ধারণা বা মতবাদ বসে আছে, সেটা অস্ত্র দিয়ে নির্মূল করা যায় না। সেখান থেকে তাদের বুঝিয়ে বের করে আনা ছাড়া বিকল্প নেই। আর সেজন্য র্যাব ডি-র্যাডিকালাইজেশন না এই পুনর্বাসন কর্মসূচি হাতে নিয়েছে।”
বিপথ থেকে ফেরাদের দূরে ঠেলবেন না: র্যাব প্রধান
আত্মসমর্পণ করা এই তরুণ-তরুণীদের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। তাদের কেউ ডাক্তার, কেউ আইটি বিশেষজ্ঞ, কেউ ছাত্র। কিন্তু তারা জেএমবি বা আনসার আল ইসলামের মত নিষিদ্ধ জঙ্গি সংগঠনে জড়িয়ে গিয়েছিলেন।
তাদের মধ্যে একজনের বিরুদ্ধে পুরনো একটি মামলা রয়েছে, বাকিদের বিরুদ্ধে কোনো মামলা নেই বলে জানান র্যাবের অতিরিক্ত মহাপরিচালক।

ভুল বুঝতে পেরে জঙ্গিবাদ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চান এই তরুণ। বৃহস্পতিবার র্যাব সদর দপ্তরে আত্মসমর্পণ অনুষ্ঠানে তার হাতে ফুল তুলে দিয়ে সমাজের মূল ধারায় তাকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ছবি: মাহমুদ জামান অভি
আর এ কাজে সবার সহযোগিতা চেয়ে অতিরিক্ত মহাপরিচালক বলেন, “র্যাব এক্ষেত্রে মাত্র ২৫.৭ ভাগ করতে পারে, বাকিটা অন্যদের করতে হবে। আমরা তাদের জঙ্গি থেকে পৃথক করতে চাই।”
যারা আত্মসমর্পণ করেছেন, তাদের মধ্যে মামুনকে ফার্মেসী, সাইফুল্লাহ ও সোহেলকে গাভী, সাইদুর, হাসান ও সাইফুলকে ট্রাক্টর দিয়ে পুনর্বাসন করা হচ্ছে বলে অনুষ্ঠানে জানানো হয়।
অনুষ্ঠানে র্যাবের এই পুনর্বাসন প্রক্রিয়ার প্রশংসা করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
-
ঢাকার জলাবদ্ধতা নিরসনে ১২৫ কোটি টাকা ব্যয় হবে: তাপস
-
শহীদ আসাদ স্মরণে ঢাবিতে পাঠাগার
-
আশ্রয়ন-২: ৬৯ হাজার ৯০৪ ভূমিহীন-গৃহহীন পরিবার পাচ্ছে ঘর
-
শতবর্ষ পূর্তিতে আন্তর্জাতিক ওয়েবিনার করছে ঢাবি
-
‘আমার গ্রাম আমার শহর’ বাস্তবায়নে হবে গুচ্ছভিত্তিক কমিটি
-
ঝিরঝিরে বৃষ্টি শেষে ‘বাড়বে শীত’
-
সড়ক দুর্ঘটনায় বাসসকর্মী নিহত
-
সাবেক এমপি আউয়ালের বিরুদ্ধে ৩ মামলায় অভিযোগপত্র
-
আবরার হত্যা: শেষ তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ ২৪ জানুয়ারি
-
চীন ‘সত্যিই চাইলে’ প্রভাবিত হবে মিয়ানমার: ত্রাণ প্রতিমন্ত্রী
-
ঢাকার জলাবদ্ধতা নিরসনে ১২৫ কোটি টাকা ব্যয় হবে: তাপস
-
ঘরহারাদের স্বপ্ন দেখাচ্ছে ‘শেখ হাসিনার উপহার’
-
অভিজিৎ হত্যামামলার তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ
-
মালয়েশিয়া ফেরত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ৭ দিন ধরে নিখোঁজ
সর্বাধিক পঠিত
- বোলারদের দাপটে জিতল বাংলাদেশ
- কুষ্টিয়ার এসপিকে হাই কোর্টে তলব, অবমাননার রুল
- মলিন ক্রিকেটের দিনে বাংলাদেশের জয়ের নায়ক সাকিব
- নিজের ফ্ল্যাট থেকে মডেল নাজের লাশ উদ্ধার
- যা করতে এসেছিলাম, করেছি: বিদায়ী ভাষণে ট্রাম্প
- রুল খারিজ, ঢাকায় শুধু সবুজ রঙা সিএনজি অটোরিকশাই চলতে পারবে
- ২ ম্যাচ নিষিদ্ধ মেসি
- বাংলাদেশ ১১১৫, ওয়েস্ট ইন্ডিজ ১০৫
- নতুন চেহারার দ. আফ্রিকা টি-টোয়েন্টি দল
- করোনাভাইরাস: এক দিনে ৮ মৃত্যু, সাড়ে আট মাসে সবচেয়ে কম