ক্ষতিকর রঙ দিয়ে চকলেট-ললিপপ, গ্রেপ্তার ৫

অনুমোদন ছাড়াই কারখানা বসিয়ে ক্ষতিকর উপাদান দিয়ে চকলেট-ললিপপ বানানোর অভিযোগে পুরান ঢাকায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Jan 2021, 07:57 AM
Updated : 13 Jan 2021, 09:48 AM

বুধবার কামালবাগের 'সোবেল লজেন্স ফ্যাক্টরি' নামের একটি কারাখানায় অভিযান চালিয়ে এর মালিক সোহেল ব্যাপারী এবং কর্মচারী জাহের দফাদারকে গ্রেপ্তার করা হয়।

পরে পাশেই 'আবির, কবির ও সহিদ লজেন্স নামে তিনটি কারখানায় অভিযান চালায় র‌্যাব। সেখান থেকে আব্দুস সালাম, তারেক ও ইয়াসিন নামে তিন কর্মচারীকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু জানান, এসব কারখানায় চকলেট, কদমা, ললিপপ তৈরির কাজে ইন্ডাস্ট্রিয়াল রঙ, হাইড্রোজ ও মোম ব্যবহার করা হত, যা স্বাস্থ্যসম্মত নয়।
বিএসটিআই এর পরিদর্শক শহীদুল ইসলাম বলেন, এসব কারখানার কোনো অনুমোদনও ছিল না। তাছাড়া যেসব উপাদান সেখানে ব্যবহার করা হত, তা অত্যন্ত ‘ক্ষতিকর’।
গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হবে বলে জানান পলাশ কুমার বসু।