কলাবাগানে কিশোরীর মৃত্যুর ঘটনায় বন্ধুর বিরুদ্ধে মামলা

রাজধানীর কলাবাগানে স্কুলপড়ুয়া এক কিশোরীর মৃত্যু হয়েছিল যে বন্ধুর বাসায়, তাকে আসামি করে মামলা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Jan 2021, 06:53 AM
Updated : 8 Jan 2021, 07:31 AM

মাস্টারমাইন্ড স্কুলের ‘ও’ লেভেলের ওই ছাত্রীর ছেলে বন্ধুর বিরুদ্ধে বৃহস্পতিবার মধ্যরাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এই মামলা হয়েছে।

কলাবাগান থানার ওসি পরিতোষ চন্দ শুক্রবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই ছাত্রী বাবার অভিযোগের ভাই ভিত্তিতে নারী ও শিশু শু নির্যাতন দমন আইনে (সংশোধনী) ২০০৩এর ৯(২) ধারায় মামলা হয়।

“মামলায় ধর্ষণের পর হত্যা করার অভিযোগ আনা হয়েছে।”

মামলায় ওই কিশোরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

তবে জিজ্ঞাসাবাদের জন্য যে তিন কিশোরকে থানায় নেওয়া হয়েছিল তাদের আসামি করা হয়নি।

তাদেরকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ওসি পরিতোষ।

বৃহস্পতিবার দুপুরে বন্ধুর বাসায় ওই স্কুলছাত্রী অসুস্থ হয়ে পড়ার পর আনোয়ার খান মেডিকল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের ধারণা, ওই বাসায় ছাত্রীটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার কলাবাগান থানার পরিদর্শক (অপারেশন্স) ঠাকুরদাস মালু জানিয়েছিলেন, ওই কিশোর-কিশোরীর ‘দৈহিক সম্পর্ক’ হওয়ার বিষয়টি তারা মোটামুটি নিশ্চিত হয়েছেন।

“ওই বাসা থেকে বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে। যেখানে শারীরিক সম্পর্কের প্রমাণ মিলেছে। ওই কিশোরীর পরিবারের অভিযোগ, ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটেছে,” বলেছিলেন তিনি।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার সাজ্জাদুর রহমান দুপুরে বলেন, গ্রেপ্তার কিশোরকে আদালতে পাঠিয়ে রিমান্ড চাওয়া হয়েছে।

স্কুলছাত্রীর শরীরে কোনো রাসায়নকি প্রয়োগ করা হয়েছে কিনা সেটিও তদন্তে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

“তাছাড়া ঘটনার সঙ্গে অন্য কারও কোনো ধরনের সংশ্লিষ্টতা আছে কিনা সে বিষয়টিও আমরা দেখছি।”