ভিকারুনসিনার নতুন অধ্যক্ষ কামরুন নাহার

ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষকে প্রত্যাহার করে নতুন একজনকে ওই পদে নিয়োগ দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Dec 2020, 02:53 PM
Updated : 29 Dec 2020, 02:53 PM

দুয়ারীপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কামরুন নাহারকে প্রেষণে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নিয়োগ দিয়ে মঙ্গলবার আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

একই আদেশে এই প্রতিষ্ঠানের অধ্যক্ষের দায়িত্ব চালিয়ে আসা ফওজিয়াকে অধ্যক্ষ পদ থেকে প্রেষণ প্রত্যাহার করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।

ভিকারুননিসার নতুন অধ্যক্ষের দায়িত্ব পাওয়া বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা কামরুন নাহার নিজ বেতনে অধ্যক্ষ পদে দায়িত্ব পালন করবেন। এছাড়া পদ সংশ্লিষ্ট ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন তিনি।

“প্রতিষ্ঠান থেকে বিনা ভাড়ায় বাসস্থানের ব্যবস্থা করলে তিনি কোনো বাড়ি ভাড়া পাবেন না। সরকারি বাসায় বসবাস করলে বাড়ি ভাড়াসহ যাবতীয় সরকারি পাওনা নিজ দায়িত্বে ট্রেজারি চালানের মাধ্যমে সংশ্লিষ্ট খাতে জমা করবেন।”

আদেশে বলা হয়েছে, স্ব স্ব ক্ষেত্রে প্রযোজ্য বাধ্যতামূলক ভবিষ্য তহবিল, গোষ্ঠী বিমা ও অন্যান্য তহবিলে চাঁদা দেবেন অধ্যক্ষ কামরুন নাহার। সরকারের প্রচলিত বিধি বিধান ও আদেশ অনুসারে তার চাকরি নিয়ন্ত্রিত হবে।